Newsbazar24 : বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ। সোমবার শান্তিনিকেতন থানার ওসি–সহ চারজন পুলিশ হাজির হন প্রাক্তন উপাচার্যের বাসভবন পূর্বিতায়। যদিও মেয়াদকাল শেষ হওয়ার পরই পূর্বিতা ছেড়ে দেওয়ার কথা প্রাক্তন উপাচার্যের। মূলত, সোমবার তিনটি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় পুলিশ। আগামী ২২ নভেম্বর অন্য দু’টি মামলার জন্যও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, উপাচার্য পদের মেয়াদ শেষের আগের দিনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ পাতার চিঠি দিয়ে তীব্র আক্রমণ করেন বিদ্যুৎ চক্রবর্তী। সেই চিঠির ভাষা অশালীন এবং কুরুচিকর বলে দাবি করে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। পুলিশ তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে। এছাড়াও বিতর্কিত ফলক বসানো ছাড়াও বিদ্যুতের বিরুদ্ধে আরও চারটি অভিযোগকে এফআইআর হিসেবে মামলা দায়ের করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।এছাড়া গত ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। তিনি হাজিরা না দেওয়ায় আজ, সোমবার তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য পৌঁছে গেল শান্তিনিকেতন থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং হয় বলে খবর।