Newsbazar24:খাটিয়া করে গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতাল পথেই তার মৃত্যু। এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হতেই গোটা রাজ্য জুড়ে তোলপাড়। ঘটনাটি ঘটেছিল মালদার বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের,মালডাঙ্গা গ্রামে। রবিবার ঐ গ্রামে গেলেন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ। অসুস্থ রোগীর মৃত্যু নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করে একরাশ ক্ষোভ উগরে দিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজ ওই এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেন সাংসদ এবং স্থানীয় বিধায়ক জুয়েল মুর্মু। গ্রামবাসীদের নিয়ে এলাকা জুড়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ অভিযোগ করেন, এই এলাকার সাংসদ এম এল এ থাকলেও আমাদের কিছু করণীয় নেই আমরা প্রস্তাব বারবার পাঠিয়েছিলাম রাস্তার জন্য। কিন্তু রাজ্য সরকার রাস্তা না করলে আমাদের কি করণীয় আছে। উল্লেখ্য রাস্তা খারাপের জন্য খাটিয়ায় করে এক রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই এলাকায়। তার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নিন্দার ঝড় উঠেছিল রাজ্য জুড়ে।