Sunday , 29 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

আজকের আবহাওয়া 

প্রতিবেদক
demo desk
June 29, 2025 12:23 pm

Newsbazar24:

 

একদিকে ভারী বৃষ্টি সঙ্গে নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে খুবই মনোরম পরিবেশ। আজ, রবিবার ভালো বৃষ্টির পূর্বাভাস আছে।

 

রবিবার আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে । কলকাতার নানা অংশে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার অবধি শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দোসর হতে পারে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ উত্তর ২৪ পরগণায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আবার হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহের শুরুতেই দক্ষিণের (South Bengal) ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল কলকাতা ও হাওড়ার কিছু কিছু অংশেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। আজ থেকে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের পর থেকে বৃষ্টির দাপট খানিকটা কমবে বলে অনুমান করা হচ্ছে।

 

অন্যদিকে দক্ষিণের পাশাপাশি উত্তরেও (North Bengal) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গতকাল থেকেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কালিম্পংয়ে রবিবার, দার্জিলিংয়ে সোমবার, আলিপুরদুয়ারে বুধবার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার অবধি এই আবহাওয়া থাকতে পারে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সর্বশেষ - মালদা