Newsbazar24:-এবারের বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কারে অংশ নিতে গেলে কি করতে হবে এবং কোন কোন বিভাগে কি পুরস্কার জানতে পড়ুন।
ইতিমধ্যে কলকাতার দুর্গাপুজো ‘কালচারাল হেরিটেজে’র তকমা পেয়েছে ইউনেস্কোর কাছ থেকে।
এ বার বিশ্ববাংলা শারদ সম্মান রাজ্যের পুজোগুলির পাশাপাশি ভিন রাজ্যের পুজোকেও দেওয়ার ঘোষণা করল করল রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর।
এই উপলক্ষে প্রযুক্তি ও কারিগরি শিক্ষামন্ত্রী সোমবার জানান, যেহেতু এ বছর ইউনেস্কোর ‘কালচারাল হেরিটেজে’র তকমা পেয়েছে দুর্গাপুজো তাই এ বার ভিন রাজ্যের পুজোকেও এই পুরস্কারের আওতায় আনা হয়েছে। আবেদনের ভিত্তিতে বিদেশ ও রাজ্যের বাইরের পুজোকে দেওয়া হবে সেরা পুজোর সম্মান।
রাজ্য সরকারের উদ্যোগে বিশ্ববাংলা শারদ সম্মানের সূচনা হয়েছিল ২০১৩ সাল থেকে। আবেদনের ভিত্তি করে বিভিন্ন বিভাগে বেছে নেওয়া হয় সেরা পুজোগুলিকে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ বান্ধব পুজো, সেরা সাবেকি, সেরা সমাজচেতনা, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা।
১৯ সেপ্টেম্বর বিকাল পাঁচটা থেকে ২৫ সেপ্টেম্বর অনলাইনে এবং অফলাইনে আবেদন করা যাবে। কলকাতা সংলগ্ন এলাকাগুলির জন্য কলকাতা তথ্য সংস্কৃতি কেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে। জেলাগুলির পুজোগুলি অফলাইনে সংশ্লিষ্ট জেলা এবং মহকুমা অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। বিচারকমণ্ডলীর দ্বারা নির্বাচিত পুজো কমিটিগুলি বিশ্ববাংলা শারদ সম্মান পাবেন। ১ অক্টোবর মহাষষ্ঠীর দিন পুরস্কার ঘোষণা করা হবে।