Newsbazar24: নদীতে স্নান করতে গিয়ে একসঙ্গে তলিয়ে গেল তিন ভাইবোন। করণদিঘির দোমহনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চৌনাগারা এলাকার ঘটনা। মৃতরা হল রোজিনা খাতুন (৯), তাসিনা খাতুন (৭), মহম্মদ রিজুয়ান (৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সুধানী নদীতে এক সঙ্গে স্নান করতে গিয়েছিল রোজিনা, তাসিনা, রিজুয়ান। আচমকাই নদীতে তলিয়ে যায় তারা। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান গ্রামবাসীরা। এরপর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন শিশুকেই মৃত বলে জানান। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।