Newsbazar24 :৩০শে জুন হুল দিবস।সাঁওতাল বিদ্রোহের সেই গর্বিত ইতিহাসের স্মরণে এই দিনটি পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে।
ঠিক এই দিনেই, ১৮৫৫ সালে, সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া ফুটবল মাঠে প্রভূত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো হুল মহা দিবস।
অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সাঁওতাল বিদিন সমাজ সুসৌর বাইসি পক্ষ।
দিনভর ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা।
ফুটবল খেলা থেকে শুরু করে দৌড় প্রতিযোগিতা—সবকিছুতেই অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল ঐতিহ্য, আত্মপরিচয় আর প্রতিবাদী ইতিহাসকে নতুন করে মনে করানোর স্পষ্ট ছাপ। অনুষ্ঠানের শেষে, প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক সংস্থার সদস্যরা।
হুল দিবসের তাৎপর্য এবং সাঁওতালদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই দিনের মূল বার্তা। এই দিনটি শুধুমাত্র একটিবারের অনুষ্ঠান নয়, এটি সাঁওতাল জাতির অধিকার, সংগ্রাম ও আত্মপরিচয়ের প্রতীক—এই বার্তা আরও একবার উঠে এল রসাখোয়া ফুটবল মাঠে আয়োজিত হুল মহা দিবসের অনুষ্ঠান থেকে।
Home পশ্চিমবঙ্গ উত্তর ও দক্ষিণ দিনাজপুর Uttar Dinajpur:দিনভর নানান আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে...










