Thursday , 27 March 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মধ্যপ্রদেশ – ‘বুরহানপুর-হনুবন্তিয়া’- মুঘল যুগের ঐতিহ্য 

প্রতিবেদক
demo desk
March 27, 2025 12:51 pm

Newsbazar24:

ছত্তিশগঢ় অতিক্রম করেই মনের মতো মধ্যপ্রদেশ। অসাধারণ প্রাকৃতিক ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা নিরুপম ভ্রমণের জায়গা। অবস্থানগত দিক থেকে মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের হৃদপিন্ড।

বুরহানপুর –

 

মোঘল সম্রাট শাজাহানের সঙ্গে এই বুরহানপুরের ছিল নিবিড় সম্পর্ক। তাপ্তী নদীর পাড়ে বুরহানপুরে ভারত সম্রাজ্ঞী মমতাজ মহলের শেষ জীবন কেটেছে। সম্রাট শাহজাহানের খুব প্রিয় জায়গা ছিল এই বুরহানপুর। মমতাজ মহল এখানেই মারা যান। এখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুর পর শাহজাহান এখানেই তাজমহল গড়তে চেয়েছিলেন। কিন্তু তা আগরায় গড়া হয় এবং মমতাজের মরদেহও সেখানে নিয়ে যাওয়া হয়। বুরহানপুরের প্রধান দ্রষ্টব্য তাপ্তী নদীর পাড়ে মিরন আদিল শাহ ফারুকির তৈরি সাততলা শাহি কেল্লা। এই কেল্লার অনেকটাই আজ ধ্বংস হয়ে গেলেও যতটুকু অটুট আছে তাই-বা কম কী! এর অন্যতম আকর্ষণ হামাম বা রয়্যাল বাথ, মমতাজের জন্য তৈরি। ইরানি স্থাপত্যে কাচ ও কারুকার্যময় রংবেরঙের টালি দিয়ে তৈরি হামাম। শাহি কেল্লায় এ ছাড়াও রয়েছে দেওয়ান-ই-খাস, দেওয়ান-ই-আম, আহুখানা (মমতাজের সমাধি প্রথমে যেখানে দেওয়া হয়েছিল) ইত্যাদি। আর আছে অনন্ত প্রসারিত প্রকৃতির জগৎ।

এছাড়াও অবশ্যই আপনি দেখবেন,জামি মসজিদ, মিরন আদিল শাহ-এর সমাধি, দরগা-ই–হাকিমি, শাহ নবাব খাঁয়ের মকবরা, তাপ্তীর কয়েকটি ঘাট, ৭ কিমি দূরে খুনি – কূপের পর কূপ, ২০ কিমি দূরে বুরহানপুর- খান্ডোয়া সড়কে পাহাড়চুড়োয় আসিরগড় ফোর্ট ও ১০ শতকের শিবমন্দির। সবটা মিলিয়ে দিন দুয়েকের জন্য বেশ জমে উঠবে আপনার বেড়ানো। তৃতীয় দিন আপনি যাবেন হ হনুবন্তিয়া।

হনুবন্তিয়া – বুরহানপুর থেকে ১১০ কিমি দূরত্বে হনুবন্তিয়া সড়কপথে বা ট্রেনেও যেতে পারেন। ট্রেনে আসুন খান্ডোয়া। সেখান থেকে বাসে বা গাড়ি ভাড়া করে চলে আসুন হনুবন্তিয়া, ৫০ কিমি। ভোর ৫.২৫ থেকে ৮.২০ পর্যন্ত গোটা ছয়েক ট্রেন আছে বুরহানপুর থেকে খান্ডোয়া যাওয়ার, সময় লাগে দেড় থেকে দু’ ঘণ্টা। রাত্রিবাস হনুবন্তিয়াতেই করবেন। সাগরসদৃশ ইন্দিরা সাগর ড্যামের ধারে মধ্যপ্রদেশের সাম্প্রতিকতম ট্যুরিস্ট-গন্তব্য প্রকৃতিপ্রেমিকদের স্বর্গ হনুবন্তিয়া দ্বীপ। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নানা ব্যবস্থা। না চাইলে জলবিহার করুন লঞ্চে বা নৌকায়। দ্বীপের গাছগাছালির মাঝে ঘুরে বেড়ান। অলস দিন কাটান।

যাওয়া – দেশের প্রায় সব প্রধান শহরের সঙ্গে বুরহানপুর ট্রেনপথে যুক্ত। হাওড়া, মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরু থেকে সরাসরি ট্রেন আসে বুরহানপুর। মুম্বই মেল (ভায়া ইলাহাবাদ) হাওড়া রাত ৯.৫৫-য় ছেড়ে বুরহানপুর পৌঁছোয় পরের দিন রাত ২.০৪-এ। স্টেশনে ভোর পর্যন্ত অপেক্ষা করে বেরিয়ে পড়ুন। অন্য ভাবে হাওড়া-নাগপুর রেলপথের ভুসওয়াল দিয়েও যাওয়া যায়।  গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া ছাড়ে দুপুর ১.৪০-এ, ভুসওয়াল পৌঁছোয় পরের দিন ১.১৫ মিনিটে। ভুসওয়াল থেকে বুরহানপুর ট্রেনে ৪০ মিনিট থেকে সোয়া ঘণ্টা সময় লাগে।

তাই চালুন পরিবার নিয়ে বেরিয়ে পরই মধ্যপ্রদেশের উদ্দেশ্যে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

Trajic Road Accident:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত নয় অটো যাত্রী, সরকারি বাস অটোর মুখোমুখি সংঘর্ষ

পথ-‌দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ছাত্রের

সাংসদ রচনা ব্যানার্জির এলাকায়, দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগে তৃণমূল পার্টি অফিসে তালা দলীয় কর্মীদের

বিষাক্ত স্যালাইন কাণ্ডে ‘বিষাক্ত মন্তব্য’ কুনাল ঘোষের

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকার ব্যাপক চাঞ্চল্য

বাজেটের বিরোধিতা করতে এবার রাজপথে কংগ্রেস

দাম্পত্য জীবন সুখের করতে ঘরে রাখুন কিছু গাছ

তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে ২১শে জুলাই প্রস্তুতি সভা

আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকছেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা

দুয়ারে সরকার প্রকল্প কে সফল করতে কালিয়াচকে মাঠে নামলো তৃণমূলের মহিলা সৈনিকরা