Saturday , 3 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Train accident :এই দশকের ভয়াবহ রেল দুর্ঘটনা এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ২৫০ কাছাকাছি, মালদহের মৃত ১ নিখোঁজ ৮

প্রতিবেদক
kartik pal
June 3, 2023 1:22 pm

Newsbazar 24 :ভারতবর্ষে এই দশকের ভয়াবহ রেল দুর্ঘটনা, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ২৫০ কাছাকাছি। আহত প্রায় ৮০০ র কাছাকাছি। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর পরিস্থিতি ততই ভয়াবহ হয়েছে। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। কিন্তু তাতেও দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির মধ্যে থেকে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই অনুমান। ভোর থেকে আবারও উদ্ধারকার্য শুরু হয়েছে
ফলে উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেই হাত মিলিয়েছে সেনাবাহিনী। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের তরফে পাওয়া তথ্য অনুসারে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৩৮ জন। আহত কমপক্ষে ৬৫০ জন। শুক্রবার রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিনই বালেশ্বরের দুর্ঘটাস্থলে যাবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

স্থানীয় উদ্ধার কারীদের কাছ থেকে জানা যায় , আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস তীব্র গতিতে একই লাইনে আগে চলতে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মারে। করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়। ওই ট্রেনের ২৩টি কামরার মধ্যে ১১টিই লাইনচ্যুত হয়। ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে । সেই সময় ডাইন লাইন দিয়ে আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেটি করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলির উপর এসে ধাক্কা মারে। ফলে ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসেরও ২টি কামরা লাইনচ্যুত হয়।

এই ভয়াবহ দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেম্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। বাংলা থেকে সহায়তার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে, ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রত্যেক মৃতের আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে জানিয়েছেন যে, মৃতদের পরিবার ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আঘাতপ্রাপ্তরা ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন।
থেকে মালদহ থেকে বেশ কিছু যুবক কাজের জন্য করমন্ডল এক্সপ্রেস এর যাত্রী ছিলেন। মালদায় সর্বপ্রথম যে যাত্রীর মৃত্যুর খবর এসে পৌঁছেছে তার নাম মাশরেকুল(২৩)।মালদা জেলার মালতিপুরের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাট পূর্বপাড়ার বাসিন্দা সে। চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন সে। গতকাল রাতে দুর্ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের লোকের উত্‍কণ্ঠা শুরু হয়। ভোর নাগাদ মাশরেকুলের মৃত্যুর খবর আসে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া এলাকায়। বাড়িতে রয়েছে বাবা, মা, স্ত্রী এবং বছর ছয়ের ছেলে ও ১২ মাসের মেয়ে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মাশরেকুল।
এছাড়াও পার্শ্ববর্তী বিষনপুরের তিন যুবক ওই ট্রেনে ছিলেন।তাদের মধ্যে নুরুল ইসলামের কোন খোঁজ পাওয়া যায়নি। দুশ্চিন্তায় গোটা পরিবার। বাকি দুই যুবক জামিরুল ইসলাম ও নিত্যাউল আলম আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে
বামন গোলার নিতন রায়ের কোন খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। জানা যায় তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গারামপুর গ্রামের চন্দন রায় ও তার আত্মীয় নিত্যন রায় মালদহের বামনগোলার বাসীন্দা। বৃহস্পতিবার তাঁরা রওনা দিয়েছিলেন কেরালার উদ্দেশ্যে। ওখানে তাঁরা ঠিকা শ্রমিকের কাজ করে। শালিমার এক্সপ্রেসের রওনা দেওয়ার পর বাড়ির সঙ্গে গতকাল যোগাযোগ হয়েছিল সন্ধ্যা ছয়টা তারপর থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি আশঙ্কায় রয়েছে পরিবার। করমন্ডল এক্সপ্রেস এর ঘটনার পর তার আত্মীয় নিত্যন রায়ের ফোনে যোগাযোগ করা হয়েছিল। সেখানে একজন জানান নিত্যনের মৃত্যু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সঠিক খবর পাওয়া যায়নি তার সাথী চন্দন রায়ের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

দলনেতা শুভেন্দু অধিকারীকে সিআইডির তলব কেন জানতে পড়ুন।‌

দুই ভিন্ন ধর্মের মধ্যে বিবাহ নিয়ে ঝাড়খন্ড থেকে জল গড়ালো কেৱল পর্যন্ত

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় দুই অভিযুক্ত কে দোষী সাব্যস্ত ঘোষণা করল মালদা জেলা আদালত।

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

ভয়াবহ করোণা পরিস্থিতিতে নির্বাচনের বাকি দুই পর্যায়ে জনসভা এবং রোড শো নিষিদ্ধ করল নির্বাচন কমিশন।।।

অর্থমন্ত্রী ভারতীয় অর্থনীতিতে নারীর অবদানকে স্বীকৃতি দিয়ে “নারী নারায়ণী” বলে অভিহিত করলেন

Malda : प्रशासन‌ ने चक्रवाती वारिश से बचने के लिए अगाह किया

প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিলো প্রেমিকা ! ঘটনায় চাঞ্চল্য এলাকায়

পানীকৌড়ি এলাকা থেকে প্রায় এক কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার

ইংরেজবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুমিতা ব্যানার্জীর প্রচারের ভিডিও।