Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর কী করবে রোভার প্রজ্ঞান?

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
আর কয়েক ঘণ্টা বাকি চাঁদের নাগাল পেতে। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ল্যান্ডার বিক্রমের চাঁদের অবতরণ করার কথা। গোটা দেশ এখন সেটারই প্রতীক্ষায় রয়েছে। ব্যর্থতা আর হবে না বলেই মনে করছেন আমজনতা। তবে এই বিষয় নিয়ে আশাবাদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরোর বিজ্ঞানীদের বক্তব্য, চাঁদের মাটিতে আসল কাজ শুরু করা হবে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নামার পরবর্তীকালে। পুরনো ভুলকে সংশোধন করে চাঁদের বুকে ল্যান্ডারকে নামানো হচ্ছে। চাঁদের মাটিতে নামার আগেই কোনটা তার পক্ষে অনুকুল জায়গায় সেটা খুঁজবে, এর পরেই নানা জায়গা থেকে ছবি তোলার চেষ্টা করবে।

ইসরোর এক বিজ্ঞানী জানিয়েছেন, যদি চাঁদে অবতরণ করার জন্য কোন রকম অনুকূল পরিবেশ না থাকে তবে সেই অবতরণ করা পিছিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে বিক্রম চাঁদে নামবে ২৭ শে আগস্ট রবিবার।

ল্যান্ডার বিক্রম মাটিতে নামার পরে একটি অংশ খুলে যাবে যেখান থেকে ঢালু জিনিস নেমে আসবে চাঁদের মাটিতে। ওই পথ ধরে আসবে রোভার প্রজ্ঞান।

প্রজ্ঞান চাঁদের মাটিতে নেমে কিছুক্ষণ বিশ্রাম করবে, যার পরে আস্তে আস্তে হাঁটাচলা করবে ছটি চাকার ওপর নির্ভর করে প্রতি সেকেন্ডে ১ সেন্টিমিটার পথ হাঁটবে।

চাঁদের মাটিতে প্রজ্ঞান ভারতের পতাকা আসবে এবং ইসরোর লোগো এছাড়া চাঁদ সম্পর্কিত নানান তথ্য সংগ্রহ করবে। অন্যদিকে বিক্রম সেই বার্তা পৃথিবীতে পাঠাবে।

কোন কোন উপাদান দিয়ে তৈরি চাঁদের মাটি সেটা খতিয়ে দেখে সেই সমস্ত তথ্য সংগ্রহ করে পাঠাবে প্রজ্ঞান। চাঁদের মাটিতে কি ধরনের খনিজ বস্তু রয়েছে সেটিও খুটিয়ে দেখা হবে।

এইবারে যদি ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে তবে এটাই হতে চলেছে প্রথম দেশ যাদের চন্দ্রযান দক্ষিণ মেরুতে অবতরণ করবে। এতদিন পর্যন্ত এই দিকটিতে কোন দেশের চন্দ্রযান পাঠানো হয়নি।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর