news bazar24:
আজই সাবধান হন এবং সতর্ক থাকুন। সম্প্রতি হাওড়ায় যে ঘটনা ঘটে গেছে তা যেন আপনার জীবনে না ঘটে। হাওড়া চামরাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা শৌভিক ঘোষ একটি নোটিশ পায়। যেখানে তাঁকে বলা হয় বকেয়া কর জমা দেওয়ার কথা।
২৯ বছরের এই যুবকের মাথায় আচমকাই যেন আকাশ ভেঙে পড়ে কারণ তিনি একটি অনলাইন বিপণন সংস্থার ডেলিভারি বয়। মাসে আয় মাত্র ১৫ হাজার টাকা। সেই যুবকের নামে চিঠি এসেছে আয়কর বিভাগের যেখানে দেখানো হয়েছে আর্মেনিয়ান স্ট্রিটে তাঁর নামে রয়েছে একটি আস্ত কোম্পানির দপ্তর যার ঠিকানা উল্লেখ রয়েছে আয়কর নোটিসেও। সেইমতো পুলিশ ওই ঠিকানায় যায় এবং তদন্ত করে জানতে পারে এ সমস্তটাই ভুয়া।
শৌভিক এই নিয়ে লিলুয়া থানাতেও অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং সুরজিৎ দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে। তবে শৌভিক জানায় বেশ কয়েক মাস আগে ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য তিনি তা নিজস্ব প্যান কার্ড ব্যাংকের কাগজপত্র এবং আঁধার পত্রের জেরক্স ভোলা ঘোষ নামে এক ব্যক্তিকে দিয়েছিলেন। তারাই এই হেন প্রয়োজনীয় নথিকে ব্যবহার করে ফাঁদ পাতে। যেখানে শৌভিকের নামে রয়েছে একটি শিব ট্রেডিং কোম্পানি। আগামী দিনে পুলিশ এই ভুয়ো চক্রের সন্ধান পায় কিনা সেটিই দেখার বিষয়।