Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Sports news: মহিলাদের খেলো ইন্ডিয়া জুডো প্রতিযোগিতা শুরু হতে চলেছে ২৭শে আগস্ট।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar 24:-ভারতের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক প্রথম খেলো ইন্ডিয়া মহিলাদের জুডো প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। আগামী ২৭ অগাস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হবে পূর্বাঞ্চলের গুয়াহাটির সাই কেন্দ্রে। এই প্রতিযোগিতাকে দেশের ৪টি অঞ্চলে ভাগ করা হয়েছে। অঞ্চল ভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৭শে আগস্ট থেকে। দক্ষিণাঞ্চলে শুরু হবে পয়লা সেপ্টেম্বর; উত্তরাঞ্চলে ৫ সেপ্টেম্বর এবং পশ্চিমাঞ্চলে ১১ সেপ্টেম্বর। ভারত সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি খেলো ইন্ডিয়ার মাধ্যমে মহিলাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।
জাতীয় রাউন্ডের আগে ৪টি অঞ্চলে এই প্রতিযোগিতা হবে। আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা হবে সকলের জন্য। প্রতিযোগিতা হবে সাব-জুনিয়রে ১২-১৫; ক্যাডেট গ্রুপে ১৫-১৭; জুনিয়র ১৫-২০ এবং সিনিয়র পর্যায়ে ১৫ ঊর্ধ্ব বয়সীদের জন্য। এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ক্রীড়া দপ্তর ১.৭৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৪৮.৮৬ লক্ষ টাকা পুরস্কার-স্বরূপ দেওয়া হবে। ২০২২-এর বার্মিংহাম কমনওয়েলথ গেমস্‌-এ রৌপ্য জয়ী সুশীলা দেবী বলেছেন, “এ ধরনের জুডো প্রতিযোগিতার পরিকল্পনা করা এবং দেশের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া এবং স্পোর্টস্‌ অথরিটিকে আমি ধন্যবাদ জানাই। এর ফলে, ভারতে জুডোর আরও প্রসার ঘটবে”।
নতুন দিল্লির কে ডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে অক্টোবর, ২০-২৩ তারিখে হবে জাতীয় রাউন্ডের খেলা।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin