কোচবিহারে বৈরাগী দীঘিতে ভেসে উঠল অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

Newsbazar24 :

 

কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দীঘিতে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ ভেসে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহষ্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দীঘির জলে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার পরনে একটি শাড়ি ছিল, তবে তাঁর পরিচয় ও বয়স সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।