Newsbazar24:
ডিমডিমা চা বাগানে গেট মিটিংয়ে তৎপর পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি, মে মাসে থানায় অভিযোগ কর্মসূচি-এর পথে।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত ডিমডিমা চা বাগানে মঙ্গলবার অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ গেট মিটিং, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির সদস্যরা।
সমিতির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে, চা বাগানের মালিকপক্ষ দীর্ঘদিন ধরেই শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছেন না, পিএফ (প্রভিডেন্ট ফান্ড) এর টাকা জমা রাখছেন না, এমনকি ছুটির পয়সাও দিচ্ছেন না শ্রমিকদের। এইসব বঞ্চনার বিরুদ্ধে সমিতি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, আগামী মে মাসে সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ (এফআইআর) দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে মেরিকো কোম্পানির অধীন বেশ কয়েকটি চা বাগানে শ্রমিকদের সঙ্গে চূড়ান্ত বঞ্চনা ও অবিচার চলছে বলে অভিযোগ। ওই বাগানগুলিতে নিয়মিত বেতন, ছুটি পয়সা কিংবা অন্য সুযোগ-সুবিধা শ্রমিকদের দেওয়া হয় না, যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন তাঁরা।
শুধু মেরিকো নয়, আরও বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে—যারা একইভাবে শ্রমিকদের উপর নানা ধরনের অন্যায় চালিয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মে মাসে প্রতিটি চা বাগান থেকে সংশ্লিষ্ট এলাকার থানায় অভিযোগ দায়েরের কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি।
সমিতির নেতা ক্রিশ্চান খারিয়া জানান, যদি প্রশাসন ও রাজ্য সরকার এবারে বিষয়টিতে কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চা শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কতটা সক্রিয় হয় এবং শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের জন্য কী পদক্ষেপ গ্রহণ করে।










