২৫০ বছরের প্রাচীন মানবাজার রাজবাড়ির রথযাত্রায় মেতে উঠেছিলেন কয়েক হাজার মানুষ 

Newsbazar24:শুক্রবার হয়ে গেলো বাঙালির অন্যতম ধৰ্মীয় তথা সামাজিক উৎসব – রথযাত্রা উৎসব। সারা দেশের সঙ্গে খুবই আড়ম্বারের সঙ্গে এই উৎসব পালিত হয়েছে পুরুলিয়া জেলায়। পুরুলিয়ার প্রাচীনতম রথযাত্রা হলো মানবাজার রাজবাড়ির রথ। এই রথযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য পুণ্যার্থীরা। পূণ্য অর্জনের আশায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের দড়িতে টান দিয়েছেন ভক্তরা। প্রায় ২৫০ বছরের প্রাচীন এই রথযাত্রা। এই উৎসবে সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন লক্ষ্য করা যায়। এইদিন সকাল থেকেই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় সমস্ত আয়োজন। অপরূপ সাজে সাজানো হয় রাধা গোবিন্দজীউকে। নর-নারায়ণ সেবার প্রস্তুতি ও লক্ষ্য করা যায়। ‌ এই দিনের অপেক্ষায় থাকেন গোটা মানবাজারবাসী। ‌

 

মানবাজারের একটি ট্রাস্টের ব্যবস্থাপনায় এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে ওই ট্রাস্টের সম্পাদক মনোজ মুখোপাধ্যায় বলেন , আড়াইশো বছরের পুরানো এই রথযাত্রা। প্রতিবছরের মত এ-বছরও কয়েক হাজার মানুষের ভিড় হবে এই উৎসবে। ‌তাদের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বৈদ্যনাথ রজক বলেন , ছোটবেলা থেকেই তাদের কাছে এই রথযাত্রা বিরাট বড় একটি উৎসব। ‌সারা বছর তারা এই উৎসবের অপেক্ষায় থাকেন। রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রব পুরুলিয়ার মানবাজারে। ‌