Newsbazar24:
মধ্য রাস্তায় হঠাৎ অসুস্থ ক্যাব চালাক। মাথা ঠান্ডা রেখে সবটা সামাল দিলেন মহিলা যাত্রী। পরিস্থিতি যতই জটিল হোক, মাথা ঠান্ডা রাখলে যে যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা যায়, তেমন উদাহরণের শেষ নেই। সেরকমই একটা ঘটনা খাস রাজধানীতেও (Delhi)। নেপথ্যে হানি পিপাল নামে এক মহিলা। ঘটনাটা কী? কেন তাঁকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চা?
গুরুগ্রাম থেকে ক্যাবে (Cab) চড়ে ফিরছিলেন হানি। আচমকাই পথে উবার চালক (Uber driver) অসুস্থ হয়ে পড়েন। বিপদ তো আর বলে কয়ে আসে না! মাথা ঠান্ডা রেখে ঠিক সেই সময় নিজেই স্টিয়ারিং ধরেন হানি।
চালককে পেছনের সিটে বসিয়ে নিজেই গাড়ি চালালেন মহিলা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। যা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কী ঘটেছিল সেদিন গুরুগ্রাম থেকে ফেরার পথে? রাস্তায় গাড়ির চালক অসুস্থ হয়ে পড়লে হানি ঠান্ডা মাথায় চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি নিজেই গাড়ি চালাবেন। রাস্তায় যখন জ্যাম, সেই সুযোগেই হানি তাঁর ফোনে একটি ভিডিও করেন। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি সবাইকে বলব যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। ড্রাইভিংয়ের মতো দরকারি কিছু জিনিসও জেনে রাখা উচিত, তাহলে দরকারে আপনিও কারও সাহায্যে আসতে পারবেন।’ খানিক পরে চালক একটু সুস্থ বোধ করলে হানি তাঁকে জিজ্ঞাসা করেন তিনি ঠিক আছেন কি না। হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, কেমন গাড়ি চালিয়েছেন তিনি? উত্তরে ক্যাবচালক হেসে উত্তর দেন, ‘খুব ভাল’।










