Newsbazar24:
সম্প্রতি কলকাতায় একাধিক বিপজ্জনক বাড়ি ভেঙে যাওয়ার পড়ে সেই আশঙ্কা আরও বেড়ে গেছে। উঃ ২৪ পরগনার বসিরহাটকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের বাসন্তি হাইয়ের মালঞ্চ বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজার। একদিকে হাইওয়ে কলকাতাগামী ও সরকারি বেসরকারি বাস যাতায়াত করে, পাশাপাশি পর্যটকদের আনাগোনা এই সুন্দরবনের প্রবেশদ্বারে আর সেখানেই বিপদ সংকুল। ১২ কাঠা জমির উপরে দ্বিতলা বিল্ডিং, তাতে রয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের ২৪টি দোকান। তারা এখানে ব্যবসা করে দিন গুজরান করেন। প্রত্যেক ব্যবসায়ী মাসে ৫০ টাকা করে ভাড়া দিয়ে আসছেন ৫০ বছর ধরে। সেই বিল্ডিং আস্তে আস্তে ভগ্না দশায় পরিণত হয়েছে। বেশ কিছু ব্যবসায়ী সহ এলাকার অনেকের দাবী, “এই বিল্ডিং সংস্কার করা হোক, তাহলে আমরা সুরক্ষিত এবং নিরাপত্তা নিয়ে এখানে ব্যবসা করতে পারব।”
বিল্ডিংয়ের এই করুণ দশায় আতঙ্কিত একদিকে যেমন ব্যবসায়ী দোকানদাররা পাশাপাশি ভয়ে থাকেন ক্রেতারাও। ইতিমধ্যেই তদন্তের ভিত্তিতে পূর্ত দফতর মাপজোক করে জানতে পারে ওই বিল্ডিংয় কিছু জমি পিডব্লুডির মধ্যে পড়েছে বলে সেখানে চিহ্নিত করা হয়েছে। তবে মালিকপক্ষ সহ প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে জরুরী ভিত্তিতে ওই ভগ্নপ্রায় ভবনটি নতুন করে সংস্কার করা হোক চাইছেন এলাকার মানুষ থেকে ব্যবসায়ীরা। ইতিমধ্যে কলকাতা শহরে বেশ কিছু জায়গায় পুরনো ভবন দুর্ঘটনার কবলে পড়েছে, এরপরই সতর্ক হয়েছে প্রশাসন। তবে সেই আজ এবার কলকাতায় পেরিয়ে জেলাতে পড়বে না তো! আশঙ্কা সেখানেই।










