আশ্চর্য ক্ষমতা এই হিমালয়ান গিরগিটির 

Newsbazar24:

 

অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা গিরগিটি সহজেই অনুমান করতে পারে পৃথিবীর পরিবেশের পরিবর্তন হচ্ছে। অস্তিত্বের সংকট নিয়েও আজও পাহাড়ে টিকে রয়েছে আবহাওয়া বিজ্ঞানী গিরগিটি।সম্প্রতি খার্সিয়াং ডিভিশনের বনাধিকারীকের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে।বিজ্ঞানিক নাম ‘ টাইলো টোট্রি টন। হিমালয় অঞ্চলের এক বিস্ময়কর উভচর প্রাণী হিমালয়ান নিউট । পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়ভাবে এটি “পাহাড়ি গি রগিটি” বা “জল গিরগিটি” নামেও পরিচিত। এই উভচরটি সাধারণত সিকিম, ভুটান, নেপাল এবং উত্তর-পূর্ব ভারতের কিছু পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এদের গা থেকে নির্গত একটি বিষাক্ত স্রাব শিকারি প্রাণীদের থেকে রক্ষা করতে সাহায্য করে।

 

এরা প্রধানত পোকামাকড়, কেঁচো এবং ছোট জলজ প্রাণী খেয়ে পরিবেশে খাদ্যচক্র বজায় রাখতে সাহায্য করে।বিশেষজ্ঞরা বলছেন, বনভূমি উজাড়, জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের ফলে এই প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ফলে এই নিউট সংরক্ষণে তৎপরতা নেওয়া জরুরি হয়ে পড়েছে। বিজ্ঞানীদের মতে, এই ছোট্ট প্রাণীটি প্রকৃতির এক সূক্ষ্ম সংকেতবাহক। পরিবেশে সামান্য পরিবর্তনেই এদের উপর প্রভাব পড়ে, যা আমাদের জলবায়ুর পরিবর্তন সম্পর্কেও আগাম ধারণা দিতে পারে। দেখা মিলাতেই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে এই সুসংবাদ জানালো কাশিয়ান ডিভিশন এর বন দফতর।