Wednesday , 12 February 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

‘পদাতিক’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য

প্রতিবেদক
demo desk
February 12, 2025 12:45 pm

Newsbazar24 :

বামপন্থী কবি সুভাষ মুখোপাধ্যায় প্রাক স্বাধীন ভারতে উত্তাল স্বাধীনতা আন্দোলনের একজন সহযোগী যোদ্ধা ছিলেন। তিনি অল্প বয়স থেকেই মার্ক্সবাদের প্রতি আসক্ত হয়ে ১৯৩৯ সালে লেবার পার্টির সঙ্গে সংযোগ হয় তার। ১৯৪০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক। পরে ছাত্রনেতা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের প্ররোচনায় লেবার পার্টি ত্যাগ করে ভারতের কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৪২ সালে পান পার্টির সদস্যপদ। এই সময় সদ্যগঠিত ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের সাংগঠনিক কমিটিতে কবি বিষ্ণু দে-র সঙ্গে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন সুভাষ মুখোপাধ্যায়। তারপর মাসিক ১৫ টাকা ভাতায় সর্বক্ষণের কর্মীরূপে যোগ দেন পার্টির জনযুদ্ধ পত্রিকায়। ১৯৪৬ সালে দৈনিক স্বাধীনতা পত্রিকায় সাংবাদিক হিসাবে যোগ দেন কবি। ১৯৪৮ সালের মার্চ মাসে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে বহু কমিউনিস্ট বন্দীর সঙ্গে দু-বার কারাবরণ করেন কবি সুভাষ মুখোপাধ্যায়ও। এই সময় তিনি সামিল হন দমদম জেলের অনশন ধর্মঘটে। ১৯৫০ সালের নভেম্বর মাসে পান মুক্তি।

১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি কৃষ্ণনগরে সুভাষের মামার বাড়িতে তাঁর জন্ম। পড়ে তারা চলে আসে কলকাতায়। কলকাতার লেবুতলা লেনে কাটে তাঁর শৈশব। প্রথমে নওগাঁর স্কুলে এবং পরে কলকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশন ও সত্যভামা ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। ভবানীপুরের মিত্র স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে সক্রিয় রাজনীতি করার মানসে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪১ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ বিএ পাস করেন। পরে আশুতোষ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে প্রয়াসী হন। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ফলে পঠনপাঠন বেশিদূর অগ্রসর হয়নি। তিনি স্বাধীনতা আন্দোলনের কারণে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে।

তাঁর রক্তে ছিল বিপ্লব। তাই তিনি কখনোই আন্দোলন থেকে সরে আসেন নি। সমাজ পরিবর্তন ছিল তাঁর স্বপ্ন। মুক্তির পর কবির জীবনে দেখা দেয় প্রচণ্ড অর্থকষ্ট। একটি নতুন প্রকাশন সংস্থায় মাত্র ৭৫ টাকা বেতনে সাব-এডিটর নিযুক্ত হন তিনি। ১৯৫১ সালে সেই চাকরি ত্যাগ করে পরিচয় পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। এই বছরই পরিণয়-সূত্রে আবদ্ধ হন সুলেখিকা গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ১৯৫২ সালে সস্ত্রীক কবি ওঠেন বজবজ এলাকার শ্রমিক বস্তির একটি মাটির ঘরে; আত্মনিয়োগ করেন সেই অঞ্চলের চটকল মজুর সংগঠনের কাজে। পরে কলকাতার বন্দর অঞ্চলে ট্রেড ইউনিয়ন সংগঠনের কাজও করেন।

১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টি ভাগ হলে তিনি থেকে যান পুরনো পার্টিতেই। ১৯৬৭ সালে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হলে আন্দোলনে যোগ দিয়ে ১৪৪ ধারা ভেঙে দ্বিতীয়বার কারাবরণ করেন। এই দফায় ১৩ দিন কারারুদ্ধ ছিলেন কবি। মাঝে কিছুকাল সত্যজিৎ রায়ের সঙ্গে একযোগে সন্দেশ পত্রিকাও সম্পাদনা করেছেন তিনি। সক্রিয় রাজনীতির সঙ্গে একে একে লিখে গেছেন অগ্নিকোণ, চিরকুট, কাল মধুমাস, ফুল ফুটুক, যত দূরেই যাই, ছেলে গেছে বনে, জল সইতে, একটু পা চালিয়ে ভাই প্রভৃতি কাব্যগ্রন্থ। শেষ জীবনে অবশ্য তাঁর রাজনৈতিক ভাবনার পরিবর্তন ঘটে। তিনি ভারতীয় বামপন্থা থেকে সরে আসেন। ১৯৮১ সালে রণকৌশল ও অন্যান্য কিছু রাজনৈতিক প্রশ্নে পার্টির সঙ্গে মতবিরোধ হওয়ায় পার্টির সদস্যপদ ত্যাগ করেন। এরপর থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। ঘনিষ্ঠতা বাড়ে দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় লাভ করেন তার সান্নিধ্য। ফলে সৃষ্টি হয় বিতর্ক। স্রোতের বিপরীতে চলে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট নেতৃত্বের কাছে সমালোচিত হন এ-যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। মৃত্যুর দিন পর্যন্ত এই বিতর্ক তার পিছু ছাড়েনি। অবশেষে ৮ জুলাই, ২০০৩ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর জন্মদিনে আমরা জানাই তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে ই রিকশা , প্রশাসনকে নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের 

জেলায় বিশ্ব বাংলা শারদ সম্মান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশর মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি বিজেপির হাতে, মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা

২০১৬ তে অনেক ইভি এম গণনা-ই করায় নি মমতা ! এমনই তথ্য ফাঁস করে দিলেন শুভেন্দু

গভীর রাতে খড়্গপুর আইআইটিতে আগুন

রান্না ঘরের ভাড়ার কখনো শূন্য হতে দেবেন না 

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মুকুটে আরেকটি পালক যোগ হলো‌, জানতে পড়ুন‌।।

দশমীতে ঢাকের বাদ্যি সিঁদুর খেলায় ও নাচে মাতলো মালদা শহরের মন্ডপে মন্ডপে,দেখুন ভিডিও

মালদহে তিন কোটি টাকার অধিক মূল্যের চোরাই সোনা উদ্ধার ,গ্রেফতার পাঁচ পাচারকারী।।

নগ্নিকা রূপে মা কালী পূজিত হন কেন ? আসুন জেনে নেওয়া যাক