Newsbazar24:
ফের তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে। এবার ঘটনাস্থল পাড়ুই থানার অমরপুর অঞ্চলের জেনাইপুর গ্রামে মাঠের একটি ঝোঁপ থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা। ঘটনাস্থলে পাড়ুই থানার পুলিশ বোম গুলোকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে জেলা পুলিশের বোম ডিসপোজাল টিমকে।
বীরভূমের পাড়ুই থানার জিনাইপুর গ্রামে এত বিপুল পরিমাণে বোমা কারা মজুদ করলো ? কি উদ্দেশ্য নিয়ে ? তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।










