Wednesday , 28 May 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বেআইনি সিম কার্ড বিক্রি চক্রের দুই পান্ডা গ্রেপ্তার

প্রতিবেদক
demo desk
May 28, 2025 3:13 pm

Newsbazar24:

 

 

 

 

বেআইনি সিম কার্ড বিক্রি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পুলিস।বেলডাঙার মহামপুর গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মোমিন মল্লিক ও হোসেন মল্লিক। তারা সম্পর্কে দুই সহদোর ভাই। তাদের কাছ থেকে ১১৮৩ টি সিম কার্ড এবং ১১টি কি প্যাড মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে পুলিসের প্রাথমিক অনুমান বাজেয়াপ্ত সিমকার্ডগুলি অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। ধৃতদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল, কারা এর সঙ্গে যুক্ত, কত দামে সিম বিক্রি করা হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। দুই ভাইকে পাঁচদিনের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ভাই বিহার ও ঝাড়খন্ড থেকে কম দামে পুরোনো মোবাইল ফোন কিনে আনত। ফোন পিছু ৩০-৪০টাকা খরচ হত। সেখানকার ভাঙরির দোকানে এই ধরনের প্রচুর মোবাইল পাওয়া যায়। অধিকাংশ কি প্যাড ফোনে সিম থাকে। সিমকার্ড থাকা ফোনগুলিকে টার্গেড করত। এসব ফোনে থাকা পরিত্যক্ত বা ডি-অ্যাক্টিভেট না করা সিমগুলিকে পুনরায় চালু করে বিক্রি করত। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই সিম ছড়িয়ে আছে বলে অনুমান পুলিসের। অভিযুক্তরা কোথায় সিমকার্ডগুলি বিক্রি করেছে এবং কারা কিনেছে সেগুলি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের থেকে ৩৫৮টি ভোডাফোন, ৪৭৩টি বিএসএনএল, ২৬২টি এয়ারটেল, ৬৮টি জিও, ২২টি আইডিয়া টেলিকম সংস্থার সিমকার্ড উদ্ধার হয়েছে।

সর্বশেষ - মালদা