Newsbazar24 :
ইটভাটায় শুধু আগুন নয়, জ্বলছে শিক্ষার আলোও। বর্ধমানের এই স্কুল শিক্ষক নিঃস্বার্থ ভাবে যা করে চলেছেন তা জানলে ভাল লাগবে সকলেরই। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। আর এই বিদ্যালয়েরই শিক্ষক হলেন সৌমেশ মণ্ডল। সৌমেশ বাবু বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করেন ভিন রাজ্য থেকে ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকদের বাচ্চাদের। বিগত বেশ কয়েকবছরে ধরে তিনি এই ব্যতিক্রমী কাজ করে চলেছেন। ভিন রাজ্য থেকে আসা ইটভাটার শ্রমিকদের শিশুদের জন্য ইটভাটার মধ্যেই চালু করেছেন একটি চলমান স্কুল।
সৌমেশ মন্ডল বুঝেছিলেন, পরিযায়ী শ্রমিকদের সন্তানেরা শিক্ষার মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন। পরিবারের সঙ্গে তারা বারবার স্থানান্তরিত হয়। যেকারণে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় তারা। ঠিক সেই কারণেই তিনি উদ্যোগ নেন যেখানে শিশুরা থাকে, সেখানেই পৌঁছে দেবেন শিক্ষার আলো। এই প্রসঙ্গে সৌমেশ বাবু বলেন, এই পথ দিয়েই আমাকে বিদ্যালয়ে যেতে হয়। একদিন এই বাচ্চার আমার নজরে আসে। তারপর অনেক ভেবে ঠিক করি ওদের শিক্ষাদান করার কথা। সেই থেকেই চলছে। আমার ছাত্র ছাত্রীরা এবং কিছু এনজিও আমাকে সাহায্য করে। ভাটার তরফ থেকেও সাহায্য পাই।










