৮০ শতাংশ নম্বর নিয়ে বোর্ড পরীক্ষায় তাক লাগিয়ে দিল পহেলগাঁও জঙ্গি হানায় নিহত হেমন্ত জোশীর পুত্র

Newsbazar24 :

 

গত মাসেই ভয়ঙ্কর জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় বেড়াতে আসা নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করেছিল লস্কর গোষ্ঠীর শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর সদস্য জঙ্গিরা। সেই ঘটনায় বলি হয়েছিলেন ২৬ জন পর্যটক। আর নিহতদের তালিকায় ছিলেন হেমন্ত জোশীও। সম্প্রতি তাঁর পুত্র ধ্রুব জোশীর দশম শ্রেণীর ফল প্রকাশ হয়েছে। তাতে সে দুর্দান্ত ফল করেছে। পেয়েছে ৮০ শতাংশ নম্বর।

 

গত মাসেই ঘৃণ্য জঙ্গি হামলার বলি হয়েছেন এই পরিবারের কর্তা। সেই বিচ্ছেদ যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। ফলে বাড়ির ছেলের এহেন সাফল্য উদযাপন করার ইচ্ছেটুকুও নেই পরিবারের সদস্যদের। ধ্রুবের আত্মীয় পরিজনদের বক্তব্য, হেমন্ত জোশীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ধ্রুব এবং তার মা। আর পুত্রের সাফল্যের এই আনন্দের মুহূর্তের সাক্ষী থাকা হল না বাবার। সেই কারণেই আরও যন্ত্রণা পাচ্ছেন তাঁর স্ত্রী এবং পুত্র।