Friday , 8 September 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Siliguri news:জরাজীর্ণ বহুতল আতঙ্কিত বহুতলের বাসিন্দারা

প্রতিবেদক
kartik pal
September 8, 2023 12:06 am

Newsbazar 24:শহর জুড়ে জরাজীর্ণ বহুতল নিয়ে বড়সড় দুর্ঘটনা আশঙ্কায় ভুগছেন বাসিন্দাদের একাংশ। শহরের নয়াবাজার এলাকার বেশ কয়েকটি বহুতলের অবস্থা খুবই সংকটজনক। ছোটখাটো দুর্ঘটনা সেখানে ঘটে চলেছে। শহরের ৮ নম্বর ওয়ার্ড অবস্থিত খালপাড়া বাজারের এই অবস্থায় আতঙ্কিত এলাকাবাসীরা। ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি বহুতল থেকে মাঝেমধ্যেই চাঙড় ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় সকাল থেকে সারা দিন সেখানে ব্যবসায়ী, শ্রমিক, মুটে মজুর থেকে শুরু করে ক্রেতারা ভিড় করে থাকেন। এমতাবস্থায় যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভোগেন এলাকাবাসী। নয়াবাজারে বেশ কয়েকটি বহুতলের উপরের অংশ পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে। আগাছা জন্মে বহুতলের ভীত দূর্বল হয়েছে। পলেস্তেরা খসে গিয়ে কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে। ভেতরের লোহার রড বার হয়ে গিয়েছে। ধসে গিয়েছে পিলার, তারই নিচে কয়েকশো মানুষ তাদের রুটি রোজগার জোগাড়ের জন্য ভিড় করে থাকতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি ওই এলাকাতে ওই রকমই একটি জরাজীর্ণ বাড়ি থেকে চাঙ্গর ভেঙে পড়ায় আতঙ্ক বেড়েছে। কয়েক মুহূর্তের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলেই জানান এলাকাবাসীরা। বারবার এমন ধরনের ঘটনা ঘটার পরেও এই বিষয়ে পুরো নিগম কোন সঠিক সমীক্ষা চালিয়ে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। যদিও পুরনিগমের দাবি ইতিমধ্যেই এই সকল বিষয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। বহুতলের মালিকপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। অবিলম্বে সংস্কার না হলে সেটি নষ্ট করে দেওয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে। যদি সেই বার্তা অনুযায়ী কাজ না হয় তবে ব্যবস্তা নিয়ে প্রয়োজনে ভেঙে দেওয়া হবে বহুতল বলেও জানিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ।
শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “বিরোধীরা নানান ধরনের অভিযোগ করবেই। তবে এই সকল জরাজীর্ণ শহরের বহুতল গুলিকে নিয়ে সমীক্ষ চালানোর পাশাপাশি ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছি আমরা। কড়া বার্তা দেওয়া হচ্ছে মালিকপক্ষকে।” শুধুমাত্র নয়ায়াজার নয়, শহরের এসএফ রোডে অবস্থিত যাদোজিয়া মার্কেটের অবস্থাও বেহাল। জরাজীর্ণ বহুতল হয়ে গেলেও সেখানে বহু মানুষ বসবাস করছে বলে অভিযোগ। সেখানে বেশ কিছু দোকানও রয়েছে। একইভাবে এসএফ রোডের পুরানো সেলস ট্যাক্স অফিস চত্বরের হাল খুবই খারাপ। সেই বহুতলে মাদকাসক্তরা ভিড় জমায় বলেও অভিযোগ। তবে সবচেয়ে জরাজীর্ণ বহুতল রয়েছে শহরের ৮ নম্বর ওয়ার্ডে। যেদিকে নজর নেই স্থানীয় বিজেপি কাউন্সিলরের বলেও অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল বলেন, “আমি মনে করি এই জরাজীর্ণ বিহুতল নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার সময়কালে আমি এই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলাম।”
সবমিলিয়ে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই যাতে পুরনিগম দ্রুত পদক্ষেপ করে এমনটা আশা শিলিগুড়িবাসীর।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

আজ বিশ্ব প্রবীন দিবসে উজ্জীবন স্মল ফাইনান্স ব্যাঙ্ক, মালদা শাখা আয়োজন করল “সিনিয়ার সিটিজেন্স মিট”।

Malda news:বাড়ি থেকে পালিয়ে পুলিশকে নাস্তানাবুদ করেও রেহাই পেল না দুই নাবালক কিশোরী

Malda news বড়সড়ো জাল ওষুধ পাচার চক্রের হদিস

পুরুলিয়ার শিকার উৎসব নিয়ে সচেতনতার প্রচারে মিছিল 

বিধান নগরে কৃষ্ণা চক্রবর্তী ,চন্দননগরের রাম চক্রবর্তী ও আসানসোলে বিধান উপাধ্যায় মেয়র নির্বাচিত হলেন।

জেলায় করোনা সংক্রামণ ক্রমশ বেড়েই চলেছে ইঙ্গিত কি গোষ্ঠী সংক্রমনের দিকে? নূতন করে ২৫ জন সংক্রামিত

রাজ্যের অন্যান্য জেলার ন‍্যয় মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতা শিবির।।

রাজ্যের অন্যান্য জেলার ন‍্যয় মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতা শিবির।।

যীশু সম্পর্কে স্বামী বিবেকানন্দ 

মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলে সারা রাত্রি ব্যাপি কাওয়ালী প্রতিযোগিতা

দেরাদুনে ভয়াবহ বন্যা ,ভেসে গেল প্রায় কুড়িটি বাড়ি। নিখোঁজ অন্তত ১৮