Sunday , 30 October 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Siliguri news: মালবাজারের ঘটনায় শিক্ষা নেয়নি, মহানন্দায় মাঝ নদীতে অবাধে চলছে ঘাট বানানোর কাজ

প্রতিবেদক
kartik pal
October 30, 2022 12:02 pm

Newsbazar 24:-ন্যাশনাল গ্রিন ট্রাইবোনাল অর্থাৎ NGT এবং প্রশাসনের নির্দেশ থাকা সত্বেও শিলিগুড়ির মহানন্দার নদীতে ছট পুজো উপলক্ষে নদীর মাঝেই বালির বস্তা দিয়ে চর তৈরি করে অবাধে চলছে ঘাট বানানোর কাজ।পুলিশের তরফে বারবার মাইকিং করা হলেও সেই নির্দেশে তাকে কার্যতবুড়ো আঙুল দেখিয়ে চলছে ঘাঁট নির্মাণ।এতেই প্রশ্ন উঠছে মালবাজারের ঘটনায় কি শিক্ষা নেয়নি প্রশাসন?মহানন্দা বাঁচাও কমিটির সদস্যা জ্যোৎস্না আগারওয়াল এই ঘাট নির্মাণ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।বিজয় দশমীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মাল বাজারে মাল নদীতে আচমকাই হড়পা বানে আটজনের মৃত্যু হয়েছিল।এই স্মৃতি এখনো কাঁচা উত্তরবঙ্গবাসীর কাছে।সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই শনিবার রাত বেরোলেই রবিবার ছট পূজো।মালবাজারের ঘটনার পর প্রশাসনের তরফে বলা হয়েছিল উত্তরবঙ্গের নদী গুলিতে বিশেষ নজরদারি ও ব্যবস্থা নেওয়ার।কিন্তু প্রশাসনের তরফ ছট পুজোকে নিয়ে ব্যবস্থা নেওয়া হলেও প্রশাসনের নির্দেশিকা কার্যত উড়িয়ে মহানন্দা নদীর মাঝে বালির চরে বানিয়ে ছট পুজোর ঘাট নির্মাণ করছে ছটব্রতীরা।শনিবার দুপুরে এমনই অস্বস্তিকর ছবি ফুটে উঠল শিলিগুড়ি মহানন্দার লালমোহন মৌলিক ছটঘাটে।দেখা গেছে এদিন শিলিগুড়ির পুলিশ থানার তরফে বারবার নদীতে যাতে ঘাট না বানানো হয় সেই জন্য মাইকিং করা হচ্ছে তবে তাতে কর্ণপাত না করেই অবাধে ঘাট তৈরি চলছে।এমনকি প্রশাসনের তরফে নো এন্ট্রি লাগিয়ে দেওয়া হলেও সেই নয় এন্ট্রিকে পেরিয়েই নদীতে ঘাট তৈরি করা হয়েছে।যদিও বিষয়টি নিয়ে শিলিগুড়ির শ্রী শ্রী ছট পুজো সেবা সমিতি লালমোহন মৌলিক ছট ঘাটের সম্পাদক সঞ্জিত গুপ্তা বলেন,কমিটির তরফে বারবার ছট ব্রতীদের আবেদন করা হয়েছিল যাতে নদীর মাঝে কেউ বালি দিয়ে চর তৈরি করে ঘাটনা করে এবং NGT নিয়মকে পালন করারও আবেদন করা হয়েছিল।কিন্তু তাতে কেউ কোনরকম আবেদনে ছাড়া দেয়নি এবং নির্দেশিকা কে উপেক্ষা না করেই নদীতে ঘাট তৈরি করছে কিছু ছটব্রতীরা।আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুরনিগম ও প্রশাসনকে জানিয়েছি।যা ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন করবে।অন্যদিকে মহানন্দা নদী বাঁচাও কমিটির সদস্য জোৎস্না আগারওয়াল বলেন,বারবার ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের রায় অনুযায়ী বলা হয়েছে নদীতে চর বানিয়ে যাতে কোন ভাবে ঘাট না করা হয়।তা সত্ত্বেও মহানন্দা নদীর মাঝেই চর বানিয়ে অবৈধভাবে ঘাট তৈরি হচ্ছে।এটা প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা।এছাড়াও ব্রিজের গোড়া থেকে বালি তোলা নিষিদ্ধ তা সত্ত্বেও তোলা হচ্ছে বালি। আমরা তীব্র প্রতিবাদ জানাই।অন্যদিকে এই ঘটনার পর এদিন দুপুরেই শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ইঙ্গিত দিয়েছিলেন এই বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে সেইমতো এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুরকর্মীরা ও পুলিশ ওই ঘাটে গিয়ে নদীর ওপর তৈরি হওয়া ঘাট ভেঙে দেয়।তাতেই বাধা দেয় ছটব্রতীরা মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।একপ্রকার পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বেধে যায়।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকতায় নতুন চাকরির দিগন্ত খুলে দিচ্ছে রামকৃষ্ণ মিশন 

মালদহ দক্ষিণে ও মুর্শিদাবাদে প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের উত্তপ্ত পরিস্থিতি

Murderer attested:-৪৮ ঘণ্টার মধ্যে মহিলা খুনের ঘটনা কিনারা করল পুকুরিয়া থানার পুলিশ।‌।

এগরায় সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ

বাঙালির পয়লা বৈশাখে জেনে নিন ওপার বাংলার কয়েকটি বৈশাখি রেসিপি

Malda news:বাংলা শস্য বীমা যোজনা ২০২২-২৩ ট্যাবলোর উদ্বোধন করলেন জেলা শাসক

সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস।

তৃণমূলে যোগ দিলেন বহিস্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, দলীয় সহ-সভাপতি করা হল।।

ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার।

বাংলাদেশের কিংবদন্তী গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর প্রয়াত