Newsbazar 24:শিলিগুড়ির সালবাড়ি এলাকার একটি রিসোর্টে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসার কারবার।গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।উদ্ধার হয় এক মহিলা। পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে শিলিগুড়ি শালবাড়ি সংলগ্ন এলাকার ব্লু মাউন্টেন নামে একটি রিসোর্টে অভিযান চালায় শিলিগুড়ির প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ।সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়।সেই রিসোর্ট থেকে উদ্ধার হয় এক মহিলা।ধৃতরা হল শিলিগুড়ির ঝংকার মোড়ের বাসিন্দা রাজু সরকার।অভিষেক গৌতম,বিনীত গৌতম, ইকবাল আহমেদ হাশমি এরা বিহারের বাসিন্দা বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে বিনীত গৌতম, অভিষেক গৌতম, ইকবাল আহমেদ হাসমি রিসোর্টে পৌঁছায়। এক যুবতীকেও নিয়ে আসা হয়েছিল।
ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার, শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।তাদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।