Newsbazar 24:সেবক-রংপো রেলপথের ১১নম্বর টানেলের কাজ শেষ হলো সোমবার কালিম্পং জেলায় এই টানেলের সূচনা করেন আলিপুরদুয়ার ডিভিশনে র ডিআরএম ডিকে সিং সহ জেলাশাসক আর ভিমলা।সেবক-রংপো রেলপথে মোট ১৪টি টানেল হবে।তার মধ্যে এই ১১নম্বর টানেলের উদ্বোধন হলো এদিন।৩.২কিলোমিটারের এই টানেল এখনও অবধি সবথেকে লম্বা।বাকি টানেলগুলো আগামী বছর জুলাই এর মধ্যে হয়ে যাবে।এক বেসরকারি সংস্থা ১১নম্বর টানেলটি বানাচ্ছিল।তাদের বানাতে আড়াই বছর সময় লেগেছে।এবার রেললাইন পাতার কাজ শুরু করা হবে।এদিন টানেলের কাজ শেষ করে বেসরকারি সংস্থাটি তা রেলের হাতে তুলে দেয়।