Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Siliguri news:রাখি উৎসবের দেরি থাকলেও রং-বেরংয়ের রাখিতে সেজেছে হকার্স কর্নার বাজার

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar 24:শিলিগুড়িতে হকার্স কর্নারের গলিগুলো এখন বিভিন্ন রঙে সেজেছে।কারণ রাখি উৎসব আসছে।এখনও বাকি অনেক দিন তবে এখনই রং-বেরংয়ের রাখিতে ভরে গিয়েছে হকার্স কর্নার বাজার।বাঙালির অন্যতম উৎসব হল রাখি উৎসব।ভাই বোনের উৎসব হল রাখি।তবে এই রাখিতে এবার ট্রেন্ডিং হয়েছে বার্বি রাখি।সম্প্রতি মুক্তি পেয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’-কে নিয়ে একটি সিনেমা।


আইকনিক স্টোরি ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত মার্কিন গ্রেটা গেরউইগ।সিনেমার প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়।বার্বি পুতুলকে নিয়ে নতুন করে শুরু হয়েছে উন্মাদনা।রূপকথার গল্পের মতো বার্বির গোলাপি রঙের দুনিয়ায় সব কিছুই নিখুঁত।সেই দুনিয়ার স্বপ্ন নতুন করে বাড়িয়ে দিয়েছে বার্বি প্রেম।খাবার থেকে শুরু করে জামা কাপড়,আসবাবপত্র সর্বত্রই শুরু হয়েছে বার্বি ‘ট্রেন্ড’।সেই ধারায় গা ভাসিয়ে এ বার বার্বি ভাবনায় অনুপ্রাণিত হয়েছে বার্বি রাখি।শিলিগুড়ির বাজার জুড়ে এবার বার্বি রাখি ছেয়ে রয়েছে।বিশেষত শিশুদের মন কাড়ছে বার্বি রাখি। হোলসেল দাম মাত্র ৬০ টাকা।রাখি বিক্রেতা বাবাই সাহা জানান,”প্রতিবছরই রাখি উৎসবের নতুন রাখি বাজারে আসে।২০২৩ এ সকলের মন কাড়ছে বার্বি রাখি।সম্প্রতি মুক্তি হওয়া বার্বি সিনেমা সকলের মন জয় করেছে।তাই এই রাখির চাহিদা বেশি।যতগুলো বার্বি রাখি এনেছিলাম সব শেষ হয়ে গিয়েছে।”তিনি আরও বলেন”বিশেষত শিশুদের মধ্যে এর চাহিদা বেশি রয়েছে।বারবি পুতুলের যতটা চাহিদা ঠিক ততটাই চাহিদা রয়েছে এর।”রাখি কিনতে আসা অনিক চৌধুরী জানান, “প্রতিবছরই বোনের জন্য রাখি কিনে নিয়ে যাই।এবার রাখি কিনতে এসে দেখলাম নতুন এই বার্বি রাখি বেরিয়েছে।ঝটপট কিনে নিলাম।আশা করি বুনু খুশি হবে।”

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin