Newsbazar 24:শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের “সে নো টু ড্রাগ” অভিযানে ফের বিপুল পরিমানের নিষিদ্ধ ইনজেকশন সহ দুই পাচারকারিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।উদ্ধার হওয়া নিষিদ্ধ ইনজেকশনের বর্তমান বাজার মূল্য প্রায় লক্ষাধীক টাকা।পুলিশ সুত্রে জানা গিয়েছে,গোপন সুত্রের খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে অভিযান চালায়ে মাথা ভাঙ্গার বাসিন্দা জগদীশ বর্মন ও জলপাইগুড়ির বাসিন্দা অমিত সরকার কে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে ১৪৭ পিস নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার করে।এনডিপিএস ধারায় কেস রুজু করেছে পুলিশ।আজ ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।