Newsbazar24:স্বামী ও স্ত্রীর মধ্যে বচসার জেরে স্বামীর হাতে খুন হতে হলো স্ত্রী কে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পারিষদ এলাকার শিব মন্দির নারায়ণ পল্লীতে।ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেড় মাস আগে ভাড়া আসে স্বামী,স্ত্রী ও সন্তান।এরপরই রবিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় অভিযোগ সেই সময় ভারী লোহার ভারী বস্তু দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে স্বামী রাহুল কুন্ডু।এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্ত্রী সোনালী কুণ্ডু।তবে রাত কেটে গেল বিষয়টি কাউকে না জানিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত স্বামী।স্থানীয়রা স্ত্রীর খোঁজখবর নিলে তিনি নানা আছিলায় পাশ কাটিয়ে যাচ্ছিলেন।পরে বিষয়টি ওই বাড়ির ওপর এক ভাড়াটিয়াকে জানায় রাহুল।এরপরই ওই ভাড়াটিয়া স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়।এরপর সোমবার দুপুরে ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।জানা গেছে তাদের একটি ৭বছরের কন্যা সন্তান আছে।তবে কি কারণে এই খুন তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ।