Newsbazar 24:১২ নম্বর ওর্য়াডের তিলক রোডে রুটিন মাফিক পুরনিগমের সাফাই কর্মীরা নর্দমা পরিষ্কার করছিলেন।সেই সময় হঠাৎ এক সাফাইকর্মীর কোদালে ড্রেন থেকে উঠে আসে মানব দেহের মাথার খুলি।ওর্য়াডবাসীর মুখে মুখে খবর ছড়িয়ে পরতেই এলাকায় ভিড় জমে যায়।১২ নম্বর ওর্য়াডে কাউন্সিলর বাসুদেব ঘোষ ঘটনা স্থলে ছুটে আসেন এবং খবর দেন শিলিগুড়ি থানায়।থানা থেকে পুলিশ ছুটে আসেন এবং পুলিশের প্রাথমিক অনুমান হয়তো খুলিটি প্লাস্টিকের হতে পারে,কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান,দুদিন ধরে ভালো বৃষ্টি হয়েছে,এই বৃষ্টির ফলে অন্য কোথা থেকে এই খুলিটি এসে থাকতে পারে।তিনি আরো জানান পুলিশের অনুমান খুলিটি প্লাস্টিকের,কিন্তু সবকিছুই পরীক্ষা নিরীক্ষার পরে জানা যাবে।এছাড়াও শহরের বুকে এই ধরনের মানবদেহের মাথা খুলির ব্যপারটি ভাবনা চিন্তার বিষয় আছে বলেও জানান তিনি।