Newsbazar24:গত চব্বিশ ঘন্টায় তিনটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি টাকার মাদক উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।ঘটনায় আট জন পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৪০ কোটি টাকার শুধুমাত্র ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।পাশাপাশি পাচারের আগে উদ্ধার হয়েছে পাঁচ কুইন্টাল গাঁজা।ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।মাদক পাচারে অভিনব কায়দা নিচ্ছে পাচারকারীরা।এবার নতুন আলমাড়ির আড়ালে ও চারচাকা গাড়ির সাউন্ড সিস্টেমের বাক্সে গাঁজা লুকিয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলামোর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।ধৃত ব্যক্তির নাম মান্তু সরকার।সে শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাসিন্দা।তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০প্যাকেট গাঁজা।যার ওজন হল ১১১ কেজি ৪০০ গ্রাম।শিলিগুড়ি থেকে বিহারে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে আটক করা হয় গাড়িটি।চারচাকার গাড়ির পিছনে সাউন্ড সিস্টেমের বাক্সে প্যাকেট বন্দি করে রাখা ছিল ওই বিপুল পরিমাণ গাঁজা৷অন্যদিকে,রবিবার বিকেলেই শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকায় আরেকটি অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।জানা গিয়েছে,চারচাকার পিকআপ গাড়িতে চারটি নতুন আলমাড়ির আড়ালে গাঁজা লুকিয়ে পাচারের ছক কষা হয়েছিল।গোপনসূত্রে খবর পেয়ে,কাওয়াখালির বিশ্ব বাংলা শিল্পী হাটের কাছে সন্দেহভাজন গাড়িটিকে আটক করে এনজেপি থানার পুলিশ।আলমাড়ির ভিতর তল্লাশি চালালে উদ্ধার হয়ে চার কুইন্টাল ২০কেজি গাঁজা।ওই বিপুল পরিমাণ গাঁজা কলকাতায় পাচারের ছক কষা হয়েছিল। ঘটনায় শম্ভু দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।ধৃত ব্যক্তি শিলিগুড়ি সংলগ্ন রানীডাঙার বাসিন্দা।দুটি অভিযানে উদ্ধার হওয়া প্রায় পাঁচ কুইন্টাল গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দু কোটি টাকা। পাশাপাশি,স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪০ কোটি টাকার ব্রাউন সুগার।জানা গিয়েছে,দার্জিলিং মোড়ে প্রথমে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ ও এসওজি।অভিযানে বাইকে করে পাচার করতে আসা দুই পাচারকারীকে আটক করে পুলিশ।ধৃতরা হল পরিমল রায় ও বাবর আলি।ধৃতদের মধ্যে পরিমল রায় নকশালবাড়ি ও বাবর আলি মুর্শিদাবাদের বাসিন্দা।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দু কেজি ব্রাউন সুগার।একই দিনে ফের প্রধাননগর থানার অধীন কুলিপাড়ায় গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।অভিযানে উদ্ধার হয় আরও প্রায় দু কেজি ব্রাউন সুগার।ঘটনাস্থল থেকে গফর আলী, সলীম শেখ,তাজিবুর রহমান এবং করীবুল ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।গফর, সলীম,করীবুল এবং তাজিবুর মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃতদের প্রত্যেককে আদালতে তোলা হবে।ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।