Newsbazar 24:গত ২১শে ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভাষা দিবস উপলক্ষে একটি রাজনৈতিক অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী।সেই অনুষ্ঠানের জন্য মাঠ জুড়ে প্রকান্ড প্যাণ্ডেল করায় শহরের একমাত্র ফুটবল গ্রাউন্ড প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।মাঠের মাটি উঠে গোটা মাঠ জুড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে।এরপরও এক মাস কেটে গিয়েছে।কিন্তু বদলায়নি মাঠের পরিস্থিতি।শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।তার অভিযোগ,একেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ হয় না।তার ওপর রাজনৈতিক কারণে স্টেডিয়ামের মাঠ ব্যবহার করে সেটি ক্ষতবিক্ষত করে ফেলেছে শিলিগুড়ি পুরনিগম।এরপর এক মাস কেটে গেলেও মাঠ তৈরির কাজে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার।শুধু তাই নয়,শিলিগুড়ির মেয়র মাঠ তৈরির বিষয়ে বড় বড় প্রতিশ্রুতি দিলেও আদপে তার বাস্তবায়ন করতে যে অর্থের প্রয়োজন তা রাজ্য সরকারের কাছে নেই বলেও বিধায়ক কটাক্ষ করেন।একই ভাবে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামকেও অবহেলা করে বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক।শহরের যেসব মাঠে খেলা হয়,সেগুলিকে রাজনৈতিক ও মেলা বসানোর কাজে ব্যবহার না করার অনুরোধ জানান তিনি।অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও বিধায়ক হুঙ্কার দেন।
কি ব্যাপার নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তিনি বলেন, উনার সন্তুষ্টি দেখার কাজ আমার নয়।সন্তোষ কি অসন্তোষ তা উনার মানসিকতার বিষয়।আমি আগেই বলেছি মাঠটা সার্বিকভাবে সংস্কার করা হবে।কাজ চলছে।সেই কাজ চলাকালীনই কাউকে কিছু না জানিয়ে মাঠে চলে গেলেন।এটা কাম্য নয়।