Newsbazar24: ১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ৮৯৬ টাকার সোনার বিস্কুট সহ তিন জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা এয়ারপোর্ট মোড় এলাকায় একটি HR 51BQ1587 নম্বর গাড়ি আটক করে তাদের তল্লাশি চালায়।গাড়িটির ভিতরে বিশেষ চেম্বার থেকে ২৩টি সোনার বিস্কুট উদ্ধার করে ডি আর আই।গাড়িতে থাকা তিন ব্যক্তিকে আটক গ্রেফতার করে ডিআরআই।ধৃতরা হল মুরারিলাল সোনি,সোনপাল সোনি,মিঃ বৈজু।এদের মধ্যে মুরারিলাল সোনপালের রাজস্থানের বাসিন্দা এবং মিঃ বৈজু মথুরার বাসিন্দা।ডি আর আই উদ্ধার হওয়া ২কেজি ৬৬৮ গ্রাম সোনার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তার দেখাতে পারে না।ডিআরআই আইনজীবি ত্রিদীপ সাহা জানান,শিলিগুড়ি ৩নং ওয়ার্ডের প্রধান নগরের বাসিন্দা
রাজকুমার আগরওয়াল নামে এক ব্যক্তির কাছ থেকে বিদেশি সোনা কেনার চুক্তি করেন,ধৃতরা রাজকুমার আগরওয়ালকে ২৪ লাখ ৩০ হাজার টাকা অগ্রিমও দেওয়ার পর ধৃত তিনজন বৃন্দাবন থেকে শিলিগুড়িতে আসে।গতকাল তিনজনই সোনা নিয়ে বৃন্দাবন যাচ্ছিল।কিন্তু তার আগেই তিনজনকেই গ্রেফতার করে ডিআরআই।ধৃতদের বয়ান অনুযায়ী গতকাল রাতেই রাজকুমার আগারওয়ালের বাড়িতে হানা দিয়ে ডি আর আই অগ্রিমের ২৪ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই ফেরার রয়েছে অভিযুক্ত রাজকুমার আগারওয়াল।অন্যদিকে ধৃত তিনজনকে শিলিগুড়ি বিশেষ আদালতে তোলা হয়।বিচারক আগামীকাল ফের তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।