Newsbazar 24:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আবারও দুই মাসের জন্য যোগ দিলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্রা।মঙ্গলবার কলকাতা থেকে বিমানে তিনি শিলিগুড়িতে পৌঁছন এরপরই সরাসরি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যান তিনি।বিশ্ববিদ্যালয় ঢুকতেই বিশ্ববিদ্যালয়ের আধিকারিক এবং কর্মীরা তাকে স্বাগত জানায়।প্রসঙ্গত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এর আগে তিনিই ছিলেন।তাকে তিন মাসের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছিল।কিন্তু তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলে উপাচার্যের অভাবে প্রায় ৫৫দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়ে।ফলে প্রশাসনে কাজকর্ম আটকে গিয়েছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।সম্প্রতি কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা রামকৃষ্ণ হোস্টেলের খাবার বন্ধ করে দেওয়া হয়।যার ফলে আন্দোলনের নেমেছিল ওই হোস্টেলের আবাসিক ছাত্ররা।শুধু তাই নয় অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকেও স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে টানা আন্দোলন করা হচ্ছে।এরই মাঝে আবারো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রা নিয়োগ কর রাজ্য সরকার।পাশাপাশি উপাচার্য না থাকায় রেজিস্টার এবং ফিনান্স অফিসারও নিয়োগ হয়নি।এদিন উপাচার্য হিসেবে ওম প্রকাশ মিশ্রা দায়িত্ব নেওয়ার পর দুই মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার হিসেবে নুপুর দাস এবং ফিনান্স অফিসার হিসেবে ডক্টর অম্লান মজুমদারকে নিয়োগ করা হলো।