Newsbazar24:শিলিগুড়ির কুখ্যাত জমি মাফিয়া ওয়াজেদ আলী গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সহ। পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের জমির ভুয়ো কাগজ পত্র তৈরি করে তা কেনাবেচার কারবার চালিয়ে আসছিলেন।পুলিশের কাছে
জমি জবরদখল,ঠকবাজি,জালিয়াতি এমন ভুড়ি ভুড়ি অভিযোগ তার বিরুদ্ধে শিলিগুড়ির বিভিন্ন থানায়।এই ধরনের একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তাকে ধরতে পারেনি পুলিশ।দুই বছর ধরে ফেরার ছিল অভিযুক্ত ওয়াজেদ।শিলিগুড়ির হায়দার পাড়া মেঘলাল সরণিতে তার বাড়ি।সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির শক্তিগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।তার থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র।বাজেয়াপ্ত করা হয়েছে তার বিলাসবহুল গাড়িটি।মঙ্গলবার তাকে ১৪দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।