Newsbazar24:অ্যালেক্সা আর ফিরবে না। সোমবার রাতে মারা গেল ছয় মাস আগে উদ্ধার হওয়া অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সা। বেঙ্গল সাফারি পার্কে এতোদিন ছিল সে। পার্ক সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল অ্যালেক্সা। পশু চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানো হচ্ছিল। কিন্তু বাঁচানো গেল না তাকে। সাফারি পার্কেই তার ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, কি করে ক্যাঙারুটির মৃত্যু হল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।
অন্যদিকে এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বলেন কি করে ক্যাঙারুটির মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, কয়েক মাস আগে পাচারের আগে উদ্ধার হয়েছিল দুটি ক্যাঙারু।পরবর্তীতে ক্যাঙারুদুটিকে বেঙ্গল সাফারিতে রাখা হয়।তাদের নামকরণ করা হয় অ্যালেক্সা ও জেভিয়ার।অ্যালেক্সার মৃত্যু হলেও বর্তমানে জেভিয়ার সুস্থ রয়েছে বলে পার্ক সূত্রে খবর।