Newsbazar24: নিয়ম না মেনে চলার কারণে এবার এইচএসবিসি ব্যাংককে 1.73 কোটি টাকা জরিমানা করল আরবিআই। রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রেডিট ইনফরমেশন কোম্পানিজ রুলস, 2006 (সিআইসি রুলস) লঙ্ঘনের জন্যই এইচএসবিসি-কে এই জরিমানা করা হয়েছে। ব্যাংকটি আরবিআই নিয়ম লঙ্ঘন করে, চারটি ‘ক্রেডিট’ তথ্য সংস্থাকে জিরো ব্যালেন্স সহ অনেক মেয়াদ উত্তীর্ণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ভুল তথ্য দিয়েছে। জানা গিয়েছে, অনিয়ম নজরে আসার পরেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এইচএসবিসি-কে একটি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের উত্তরও দেয় ব্যাংক। সেই উত্তর পর্যালোচনার পরে কেন্দ্রীয় ব্যাংক CIC বিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করে ওই ব্যাংককে। এছাড়াও ত্রিশুর আরবান কো-অপারেটিভ ব্যাংককেও আরবিআই এর নির্দেশ না মানার জন্য 2 লাখ টাকার আর্থিক জরিমানা করেছে। অন্যদিকে আরবিআই জানিয়েছে, নিয়ম না মানার জন্য 1.25 লাখ টাকার জরিমানা চাপানো হয়েছে ছত্তিশগড়ের ভিলাই নাগরিক সহকারি ব্যাঙ্কের উপর। এটিও একটি কো-অপারেটিভ ব্যাঙ্ক। যদিও ব্যাংকগুলিকে জরিমানা করা হলেও এর সঙ্গে গ্রাহকদের কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।