Sunday , 16 July 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Panchayat Election result :সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, স্ট্রংরুম থেকে পাচার হচ্ছে ব্যালট বাক্স, সোরগোল জেলাজুড়ে

প্রতিবেদক
kartik pal
July 16, 2023 10:11 pm

Newsbazar 24:স্ট্রং রুম থেকে পাচার হচ্ছে ব্যালট বাক্স। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। এই ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল জেলার রাজনীতি। অভিযুক্ত তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী।
যে ভিডিও ঘিরে উত্তাল জেলার রাজনীতি সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুমে রয়েছেন ইংরেজবাজার ব্লকের তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী প্রতিভা সিং । সেখানে মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরাও । মূল স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও । সেখানেই দেখা যাচ্ছে, প্রতিভা সিং কাউকে কিছু নির্দেশ দিচ্ছেন । আর তারপরই ভিতর থেকে সিল করা ব্যালট বাক্স বাইরে পাচার করছেন একজন । যদিও আমরা এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করিনি।
স্বাভাবিকভাবেই ভিডিয়ো ক্লিপ দেখে উচ্ছ্বসিত বিরোধীরা । বিষয়টিকে নিয়ে আদালতে যাওয়ার হুমকি তাদের । যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটিকে মিথ্যা অপপ্রচার বলে দাবি করেছেন।
এ বিষয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেন, জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের ভোট সন্ত্রাসের ছবি আমরা তুলে ধরেছিলাম। তৃণমূলের হার্মাদ বাহিনী , পুলিশ এবং প্রশাসনকে ন্যাক্কারজনকভাবে কাজে লাগিয়ে তারা ভোটে জিতেছে। বর্তমানে যত্রতত্র জায়গা থেকে ছাপ মারা ব্যালট উদ্ধার হচ্ছে । আমরা অনেক বুথে তৃণমূলকে ছাপ্পা দিতে বাধা দিয়েছি । কিন্তু স্ট্রং রুমেই ছাপ্পা হয়ে গিয়েছে । শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্যই দেরিতে গণনা শুরু করা হয়েছ। প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূল দল নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে এই জেলায়। আমরা ইতিমধ্যে তথ্য প্রমাণ সহ কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করতে শুরু করেছি । সোমবারের মধ্যে আমাদের সমস্ত তথ্য কোর্টে জমা পড়বে ।”
বিষয়টি নিয়ে সিপিএমের জেলা নেতা কৌশিক মিশ্র জানান, বাক্স থেকে প্রচুর ব্যালট পেপার বের করে অন্য বাক্সে ঢোকানো হয়েছে । এর থেকে প্রমাণিত বিভিন্ন বুথের ব্যালট বাক্স যে ওলটপালট হয়েছে । কাউন্টিংয়ের সময় অসংখ্য ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সিল কিংবা স্বাক্ষর ছিল না বলেও অভিযোগ । মালদা জেলা স্কুলের গণনাকেন্দ্রের বাইরে ছাপ মারা ব্যালট পেপার পাওয়া গিয়েছে । জেলার বিভিন্ন প্রান্তে এই ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গিয়েছে । তিনি আরো বলেন এসব থেকেই প্রমাণিত, প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল ব্যালট লুঠ করেছে । স্ট্রং রুম পাহারা সত্ত্বেও থাকা সত্ত্বেও কিভাবে ব্যালট বাক্স পরিবর্তন হলো? এটা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া সম্ভব নয় । তিনি
একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন একটি বুথে তৃণমূল ২৪১৬, বিজেপি ৬৮৮ আর জোটের প্রার্থী ৪১টি ভোট পেয়েছেন । তাহলে একটি বুথে কত কত ভোটার থাকতে পারে? এই ভাইরাল ভিডিয়ো নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। চলতি মাসের ১৮ তারিখে এসব নিয়ে আদালত রায় শোনাবে । মালদার অসংখ্য ভোটাররা সেই দিকেই তাকিয়ে রয়েছে।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “তৃণমূল মানুষের উপর বিশ্বাস ভরসা না করতে পেরে সারা বাংলা জুড়ে তাণ্ডব চালিয়েছে । নির্বাচনের দিন ব্যালট বাক্স অদলবদল করেছে । ডিসিআরসি থেকে স্ট্রং রুম পর্যন্ত ব্যালট বাক্স পৌঁছোয়নি । গাজোলের সালাইডাঙার ব্যালট বাক্স এখনও পর্যন্ত মিসিং । মালদার সর্বত্র এটা হয়েছে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইংরেজবাজারের স্ট্রং রুমে প্রতিভা সিং দাঁড়িয়ে থেকে বাক্স বদল করছেন । কী করে উনি সেখানে গেলেন? কমিশনই বা কীভাবে তাঁকে ওখানে যেতে দিল? এরা স্ট্রং রুমে ঢোকার জন্য আলাদা রাস্তা করেছিল । গাজোলে জানালা দিয়ে বাক্স বাইরে পাচার করা হয়েছে । এসব ব্যবস্থা প্রশাসনের মদতে হয়েছে।এভাবেই ব্যালট বাক্স বাইরে বের করে নতুন নতুন ব্যালট ঢোকানো হয়েছে । বিভিন্ন জায়গা থেকে এখন ছাপ মারা ব্যালট উদ্ধার হচ্ছে । তৃণমূলের এই কুকীর্তি আস্তে আস্তে ফাঁস হচ্ছে । আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি । দলের তরফেও ব্যবস্থা নেওয়া হচ্ছে ।”
জেলা তৃণমূলের মুখপাত্র আসিস কুন্ডু বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির দিকে তাকিয়ে জেলার মানুষ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তৃণমূলকে ভোট দিয়েছে । ভোটে গোহারা হেরে, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীরা এসব মিথ্যে অভিযোগ করছে । এসব ধোপে টিকবে না । যে কোনও প্রার্থী বা কাউন্টিং এজেন্ট স্ট্রং রুমে ব্যালট বাক্স রাখার সময় একটি নির্দিষ্ট পরিসর পর্যন্ত যেতেই পারেন । কিন্তু যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেখানে কেউ ঢুকতে পারেনি ।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

Malda news:তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে অপহরণ করে খুনের অভিযোগ

Malda news :বেপরোয়া ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু এক শিশুর

মালদা শহরের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো জেলা ব্যবসায়ী মহল

ফের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ।

বুধবার ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি

সাইকেল চোর সন্দেহে এক যুবককে বেঁধে পেটাল বাসিন্দারা।

Malda:মালদা কলেজের বাণিজ্য বিভাগের প্রাক্তনী সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুনর্মিলন উৎসব

আনিস খানের মৃত্যুর সিবিআই তদন্ত, এবং বাম নেতাদের মুক্তির দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ।।

মঙ্গলবার থেকে আবাস যোজনার টাকা একাউন্টে ঢোকা শুরু হবে

Malda:মালদহের বহু স্মৃতি বিজড়িত বিপিন বিহারী ঘোষ টাউন হল নবরূপে সজ্জিত হল