Friday , 16 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Panchayat Election 2023: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারল না শাসক দল,দলীয় অন্তর্কলহ অভিযোগ বিরোধীদের

প্রতিবেদক
kartik pal
June 16, 2023 9:00 pm

Newsbazar 24: এ যে উল্টো পুরাণ, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীরা নমিনেশন জমা দিতে পারছে না শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীদের ভয়ে সেখানে মালদহের পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে প্রার্থী দিতে পারল না শাসক দল। বিরোধীরা বলছে দলীয় অন্তর কলহের ফলেই এই ঘটনা।
ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে। ৷ এনিয়ে কৌতুহল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে৷ বিরোধীরা বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি৷ প্রার্থী না দিতে পারার বিষয়টি মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী বৃহস্পতিবার বেলা তিনটা পত্র জমা দেওয়ার শেষ সময়।৷ তখনও পর্যন্ত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ ও ৭৮ নম্বর বুথে দলীয় দুই প্রার্থীকে মনোনয়ন জমা করাতে পারেনি তৃণমূল৷ সূত্রের খবর, রাত আটটা নাগাদ শাসকদলের লোকজন ওই দুটি বুথের প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে নিয়ে আসে৷ মনোনয়ন জমা নেওয়ার জন্য ঝামেলাও করে৷ বিরোধীরা তাদের বাধা দেয়৷ শেষ পর্যন্ত বিডিও ঘটনাস্থলে এসে জানিয়ে দেন, আর মনোনয়ন জমা নেওয়া যাবে না৷
এনিয়ে পুরাতন মালদা ব্লক কংগ্রসের সভাপতি গোপাল সরকার বলেন, ‘নিয়ম অনুযায়ী গতকাল বেলা তিনটের সময় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যায়৷ তখনও পর্যন্ত তৃণমূল সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোরগ্রাম আর ১ নম্বর বিমল দাস কলোনির বুথে প্রার্থী দিতে পারেনি৷ রাত আটটা নাগাদ ওরা বিডিও অফিসে এসে মনোনয়ন জমা দিতে চায়৷ পুলিশও ওদের পক্ষে ছিল৷ আমরা এর প্রতিবাদ করি৷ শেষ পর্যন্ত বিডিও এসে জানিয়ে দেন, আর মনোনয়ন জমা নেওয়া যাবে না৷ ওরা ফিরে যেতে বাধ্য হয়৷ আসলে দলের কোন্দল আর মানুষের পাশ থেকে সরে যাওয়ার জন্যই তৃণমূলের এই দুর্দশা৷’
সিপিএমের নেতা পবিত্র বাড়ই জানাচ্ছেন, ‘শাসকদল এখন দুর্নীতিতে আষ্টেপৃষ্টে আটকে রয়েছে৷ বিভিন্ন জায়গায় ওই দলের প্রার্থী হতে চাইছে না কেউ৷ এরা জোর করে নিজেদের লোকজনদের ধরে প্রার্থী করছে৷ এরা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে প্রার্থী দিতে পারেনি৷ এসবই বলে দিচ্ছে, আগামী দিনে কী হতে যাচ্ছে৷ আমরা বামপন্থী৷ আমরা লড়াই করতে সবসময় প্রস্তুত৷ লড়াই করেই আমরা দুর্নীতিমুক্ত ত্রিস্তর পঞ্চায়েত মানুষকে উপহার দেব৷’
এনিয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস গুপ্ত বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী দিতে পারছে না ভাবলে অবাক লাগে৷ তবে ওরা সব পারে৷ আজও ওরা মনোনয়ন জমা করতে পারে৷ আসলে প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন্দল ওরা সামলাতে পারেনি৷ তাতেই দুটি বুথে দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে পারেনি ওরা৷ আমার মনে হয়, আরও অনেক জায়গায় এইমন ঘটনা ঘটেছে৷ তবে ওদের হয়ে প্রশাসন ন্যক্কারজনকভাবে মাঠে নেমেছে৷ গতকাল জেলা শাসক বিকেল চারটের পর শাসকদলের প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার জন্য আধিকারিকদের বাধ্য করেন৷ আমরা এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছি৷’

তৃণমূলের পুরাতন মালদা ব্লক সভাপতি (গ্রামীণ) নব্যেন্দু সেন জানান, ‘ভোটার তালিকায় কিছু সমস্যা থাকায় আমাদের একজন মনোনয়ন জমা দিতে পারেননি৷ আরেকজন প্রার্থীর শরীর খারাপ হয়ে যাওয়ায় তিনি নির্দিষ্ট সময়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছোতে পারেননি৷ এর জন্য আমরা দুটি বুথে মনোনয়ন জমা দিতে পারিনি৷’

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

SSC Scam পার্থর গ্রেপ্তারের পর যোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাস‍্য আর কতদিন রাস্তায় পড়ে থাকতে হবে?

চাঁদের মাটিতে অশোকস্তম্ভ এঁকে দেবে প্রজ্ঞান, ইসরোর প্রতীকও

কোন রাশির মানুষ কীভাবে জন্ম অষ্টমী পালন করবেন ? নিয়ম মেনে শ্রী কৃষ্ণের পুজা করুন, দেখুন চমৎকার

লক্ষ্মীর ভান্ডারের সুবিধেভোগী মহিলারা ৬০ পার হলেই পাবেন ১০০০ করে বার্ধক্য ভাতা

শিয়ালদা আদালত পরিণত হয়েছে দুর্গে

লালবাগ মহকুমা হাসপাতালে গাছের ডাল ভেঙে আহত এক মহিলা ! গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি

ভারত মহাসাগরে চীনের আরও একটি গুপ্তচর জাহাজ

এ কি কাণ্ড ! চড়ক ঘুড়তে ঘুড়তে দড়ি ছিঁড়ে পড়ে গেলেন ভক্ত। মালদার বুড়াবুরী তলার ঘটনা

শক্তিশালী চেন্নাইকে আটকে দিল এসসি ইস্টবেঙ্গল ১পয়েন্ট ভাগ করে নিল উভয় দল।।

স্কুল বাসে সিটের বেশি ছাত্র নিলেই বাসের লাইসেন্স বাতিল করবে তামিল নাড়ু সরকার