Newsbazar 24: অবশেষে দীর্ঘ টালবাহনার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশ করেন রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি ঘোষণা করেন আগামী জুলাই মাসের ৮ তারিখ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এক দিনে গোটা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হবে। এদিন থেকেই রাজ্যে চালু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ‘আগামীকাল থেকে শুরু মনোনয়ন পর্ব। ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। মনোনয়ন পত্রের স্ক্রটিনি ১৭ তারিখ।’তিনি বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা ধরে ভোট হবে। যদিও ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজ এখনও শুরু হয়নি।’
পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে ধোঁয়াশা কিন্তু থেকেই গেল। এ ব্যাপারে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কিন্তু কিছুই পরিষ্কার করে জানাননি। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্য পুলিশের উপর আস্থা রাখেন।
তিনি আরও জানান, ‘সম্ভবত ১১ জুলাই ভোট গণনা করা হবে।