Thursday , 20 February 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

সিনেমা দেখতে গিয়ে ২৫ মিনিট বিজ্ঞাপন দেখতে হয় – ক্ষেপে হল মালিকের বিরুদ্ধে আদালতে নালিশ

প্রতিবেদক
demo desk
February 20, 2025 12:38 pm

Newsbazar24 :

বিজ্ঞাপন তো এখন প্রতি ক্ষেত্রে জীবনের অঙ্গ। টিভি হোক কিংবা সিনেমা – মূল থিমে পৌঁছানোর আগে আপনামে দীর্ঘ সময় বিজ্ঞাপনের যন্ত্রনা সহ্য করতে হবে। কিন্তু সবাই তা সহ্য করে না। সহ্য করে নি অভিষেক নামের বেঙ্গালুরুর বাসিন্দা এক যুবক। শহরের একটি জনপ্রিয় সিনেমা হলে হিন্দি সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সিনেমা শুরুর আগে টানা ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন চলে। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন অভিষেক। সময় নষ্ট করার অভিযোগে জনপ্রিয় সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি। মামলায় জয় হয়েছে অভিষেকেরই। ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। এবার হল কর্তৃপক্ষ বোঝা শুরু করেছে জোর করে মানুষকে বিজ্ঞাপন দেখাতে বাধ্য করা যাবে না।

ঘটনাটা সাধারণ কোনো প্রেক্ষাগৃহে নয়। একটা বড়ো আইনক্স-এ। বেঙ্গালুরুর জনপ্রিয় প্রেক্ষাগৃহ পিভিআর আইনক্সে বিকেল ৪টে ৫-এর শোয়ে ‘শ্যাম বাহাদুর’ দেখতে গিয়েছিলেন অভিষেক। বুকিং অ্যাপ ‘বুক মাই শো’ থেকে টিকিট কেটেছিলেন বছর তিরিশের ওই যুবক। অভিষেকের অভিযোগ, সিনেমার শো শেষ হওয়ার কথা ছিল সন্ধে সাড়ে ৬টায়। তার পর জরুরি কাজ ছিল তাঁর। যদিও ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন চলায় সিনেমা শেষ হয় দেরিতে, জরুরি কাজও পিছতে হয়েছিল। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন অভিষেক। সিনেমা হল কর্তৃপক্ষ এবং টিকিট বুকিং সংস্থার নামে মামলা করেন তিনি! আদালতে অভিযোগপত্রে যুবক জানান, “সিনেমা হল এবং বুক মাই অ্যাপ তাঁর মূল্যবান সময় নষ্ট করেছে। তিনি জরুরি কাজ করতে পারেননি।” আদালত অভিষেকের অভিযোগকে ন্যায্য মনে করে রায় দেয়। পিভিআর এবং আইনক্সকে সময় নষ্ট করার জন্য ৫০ হাজার টাকা, মানসিক হেনস্থার জন্য পাঁচ হাজার টাকা এবং যুবকের দায়ের করা মামলার খরচ বাবদ আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা