Tuesday , 24 December 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

শীতকালের চোখ ধাঁধানো রঙিন ফুলের বাহার

প্রতিবেদক
demo desk
December 24, 2024 12:32 pm

Newsbazar24 :

বাংলায় শীত আসা মানেই গাছে গাছে রঙের বাহার। মৌমাছি ভ্রমরের গুঞ্জন। ফুল প্রেমীদের মন উতলা হয়ে ওঠে এই সময়। তবে শীতকালীন ফুলের বৈশিষ্ট্য তার রঙে, সৌরভে নয়। শীতে বাগান আলো করে রাখার মতো মুগ্ধতা ছড়ানো কিছু ফুল নিয়ে কথা বলা যাক আজ। শীতে আমাদের বাগানকে উজ্জ্বল করে রাখে এমন কয়েকটি ফুল –

* গাঁদা – শীতকালীন ফুলের মধ্যে গাঁদার অবস্থান সবার আগেই থাকবে। কত যে বৈচিত্র্য এর রঙে ও রূপে। হলুদ থেকে লাল, কমলা, গাঢ় খয়েরি, আছে লাল-হলুদের মিশ্রণ। জাতেও আছে ভিন্নতা। চায়নিজ গাঁদা, ইনকা গাঁদা, রাজগাঁদা, আফ্রিকান ও ফরাসি জাতের গাঁদাও চাষ হচ্ছে দেশে। বিয়ে, জন্মদিন, বিয়েবার্ষিকী, ঘর সাজানো থেকে শুরু করে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও শহীদ দিবসের মতো সব রকমের অনুষ্ঠান সাজাতে আছে গাঁদা ফুলের চাহিদা। এর আছে ঔষধি গুণও। কেটে যাওয়া ত্বকের রক্ত পড়া বন্ধ করতে, কাটা ঘা শুকাতে ও জীবাণুনাশক হিসেবে গাঁদা ফুলের পাতার রস খুব উপকারী।

* ডালিয়া – বাগানে পাপড়ি মেলে মাথা উঁচিয়ে থাকা ঢাউস আকৃতির চমৎকার এক শীতের ফুল ডালিয়া। সাদা, কমলা, বেগুনি, হলুদ ও গাঢ় গোলাপি রঙের পাপড়িতে ঠাসা ডালিয়া দেখলে মুগ্ধ হতে বাধ্য আমরা। সরাসরি বাগান থেকে শুরু করে টবে, ছাদে ও রোদ পায়, এমন বারান্দায়ও চাষ করা যায়।

* সূর্যমুখী – শীতকালে যেসব ফুল ফোটে, তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল ও আকারে বড় সূর্যমুখী। সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নাম সূর্যমুখী। আবার সে নিজেও তো দেখতে সুয্যিমামার মতোই। দুনিয়ার বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও বীজ ও তেলের জন্য সূর্যমুখীর বাণিজ্যিক চাষাবাদ হয়। তবে সৌন্দর্যের জন্য বাগানেও ঠাঁই পায় সূর্যমুখী।

* কসমস – অতি চিকন চিকন পাতায় ছাওয়া কাণ্ডের মাথায় একেক রঙের কসমস ফুল যখন বাতাসে দোল খায়, দেখতে দারুণ লাগে। বাগানে এমন দৃশ্য যদি পেতে চান, আনুন কসমস ফুল। রঙের মধ্যে সাদা আর গোলাপি রংটাই চোখে বেশি পড়ে। আছে কমলা, হলুদ, বেগুনি রঙের ফুলও।

* চন্দ্রমল্লিকা – চন্দ্রমল্লিকা শীতকালের আরেকটি জনপ্রিয় ফুল। জাতভেদে চন্দ্রমল্লিকার রংও বিভিন্ন রকম হয়। যেমন সাদা, উজ্জ্বল হলুদ, হালকা বেগুনি, হালকা গোলাপি ইত্যাদি। থোকা থোকা কলি এসে যখন ফুল ফুটতে থাকে, তখন বিরামহীনভাবে ফুল ফুটেই চলে। এমনও হয় ফুলের ভিড়ে গাছের পাতাই হারিয়ে যায় চোখের আড়ালে।

* জিনিয়া – সাদাটে সবুজ পাতার ছোট ফুলগাছ জিনিয়া। সাদা, হলুদ, লাল, বাদামি, বেগুনি, কমলা রঙের ছোট এই জিনিয়া ফুল বাগানের মাটি, টব এমনকি ঝুলন্ত টবেও ঠাঁই দিতে পারেন।

* পিটুনিয়া – পিটুনিয়া ফুলের চাহিদার মূল কারণ এর আকর্ষণীয় রং। সবচেয়ে বেশি রঙের দখল যেন এক পিটুনিয়ার কাছেই আছে। সাদা থেকে শুরু করে লাল, গোলাপি, বেগুনি, হলুদ, নীল—এক রঙের ফুল যেমন হয়, হয় একই ফুলে অনেক রঙের মিশেল। এক রঙের ওপর ডোরাকাটা দাগ ফুলটির সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। বাগানে, বিশেষ করে ঝুলন্ত টবে ঝুলিয়ে পিটুনিয়ার সৌন্দর্য ছড়িয়ে দেওয়া যায় রোদ পায়, এমন যেকোনো জায়গায়।

* ডায়ান্থাস – শীতকালের ছোট ফুলের মধ্যে আরেকটি সুন্দর ফুল ডায়ান্থাস। লিখতে লিখতে পেনসিলের মাথা যখন ক্ষয়ে যায়, তখন শার্পনার দিয়ে চোখা করতে গেলে পেনসিলের যে পাতলা কাঠের অংশটা গোল হয়ে ঝরে পড়ে, ডায়ান্থাস ফুলটা দেখতে অনেকটা সে রকম। শীতের অন্যান্য ফুলের সঙ্গে রাখতে পারেন ডায়ান্থাসকেও।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

চোখ ওঠার পর ! ঘরোয়া পদ্ধতিতে যে ভাবে মুক্তি পাবেন , কখন চিকিৎসকের কাছে যাবেন ?

ইংরেজবাজার পৌরসভায় পঞ্চম বারের জন্য চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

পারমাণবিক ক্ষেপনাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান

রাস্তা সারাই এর দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ এলাকার প্রমিলা বাহিনীর

বিমানে উঠে বিড়ি খেতে গিয়ে বিপত্তি, হাতেনাতে ধরা পড়লেন যাত্রী

প্রচন্ড দাবদাহে লিচুর ক্ষতির আশঙ্কায় মালদহের লিচু চাষী থেকে ব্যবসায়ীরা

পৌরসভা ভোট নিয়ে সাংবাদিক বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন, নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতে পারে সোমবার।

পৌরসভা ভোট নিয়ে সাংবাদিক বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন, নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতে পারে সোমবার।

আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া

পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেলো নাথুলা! মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের , বড় সিদ্ধান্ত সিকিম প্রশাসনের