Newsbazar24 : কেসিআরের রাজ্যে ভোট প্রচারে গিয়ে বিজেপিকে এক হাত নিয়েছিলেন আইমিম প্রধান আসাদ্দুদ্দিন ওয়াইসি।এবার পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তেলেঙ্গানার জনগাঁওতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেছেন “কেসিআর, ওয়াইসির দল (এআইএমআইএম) এবং কংগ্রেস রাজবংশীয় দল, এই তিনটি দল হল ২জি, ৩জি এবং 4জ৪। ২ জি মানে দুই প্রজন্মের কেসিআর এবং কেটিআর। ৩ জি মানে থ্রি-জেনারেশন, যেটি ওয়াইসির পার্টি এবং ৪ জি হল কংগ্রেস পার্টি, সেটা হল জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী। ”