Newsbazar24 :বিএসএফের ১৫৯ ব্যাটালিয়ানের পক্ষ থেকে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি অনুষ্ঠিত হয় হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের দাল্লা এলাকায়। শনিবার ১৫৯ ব্যাটালিয়ান কেদারিপাড়া ক্যাম্পে ও আড়াগাছি ক্যাম ও দাল্লা বাজার এলাকার মাটি সংগ্রহে বিএসএফের পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা গেছে বিএসএফের যে সমস্ত বীর সৈনিক শহীদ হয়েছেন তাদের সন্মানিত করতে ঐ এলাকার আড়াগাছি, কেদারিপাড়া সহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আমার মাটি আমার দেশ এই কর্মসূচিকে সামনে রেখে মাটি সংগ্রহ করা হয় দাল্লা এলাকায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেদারি পাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার কৃষ্ণপাল সিং, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, বৈদ্যপুর অঞ্চলের প্রধান ববিতা ভৌমিক সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যবৃন্দরা এছাড়াও বিএসএফের জওয়ানরা।