Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

মণিপুর সরকারের কাছে আর্জি দুই পড়ুয়ার বাবা-মায়ের

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
দুই পড়ুয়ার বাবা-মার এক তীব্র আকুতি বা বলা চলে আর্জি মনিপুর সরকারের কাছে। দুই মেইতেই পড়ুয়ার হত্যাকাণ্ডে মনিপুর উত্তাল হয়ে রয়েছে। এ দিন ওই দুই পড়ুয়ার দেহ খুঁজে দেওয়ার দাবি করলেন তার বাবা-মায়েরা। তাঁরা তাঁদের সন্তানের শেষকৃত্য টুকু করতে চান। যদিও এই ঘটনার তদন্ত করছে সিবিআই।

সিবিআই ভরসা দিয়েছেন ন্যায় বিচার করবেনই। দুই পড়ুয়া একজন হলেন হিজম লিনথোয়িনগাম্বি এবং অপরজন ফিজম হেমজিত। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে দেখা গিয়েছে পড়ুয়াদের দেহ দুটি জঙ্গলে পড়ে থাকতে। যদিও এই ছবির সত্যতা এখনো যাচাই করা হয়নি কিন্তু তাদের সন্তানদের শেষবারের মতো দেখার আর্জি জানিয়েছেন তাঁদের পরিবার। এ নিয়ে গত বুধবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেন তাঁরা হত্যাকারীকে খুঁজে পেতে তৎপর এবং খুঁজে বের করে চরম শাস্তি দিতে চান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এতে সহমত পোষণ করেছেন। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে আপাতত তাতেই আশায় বুক বাঁধছে দুই পরিবার।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর