news bazar24:
কেউ কুড়ি টাকা কেউ আবার ১০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন ধর্ষিত কিশোরীকে। দুয়ারে দুয়ারে সাহায্য চাইতে যাওয়া এই কিশোরীকে কেউ তাড়িয়ে দেয়নি।। আশ্রয় দেয়া হয়েছিল তাকে। উজ্জয়িনী রাস্তায় অর্ধনগ্ন রক্তে ভেজা কিশোরী যখন সাহায্যের আশায় মানুষের বাড়িতে গিয়েছিল তখন তাকে নাকি ফেরত দিয়ে দেওয়া হয়েছিল এমন দাবি করেছিল মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহের রাজ্যের সকলে কিন্তু এই দাবি অগ্রাহ্য করেছে সেই রাজ্যের পুলিশ কর্তা।
সম্পদের একটি সংবাদমাধ্যমে ওই পুলিশকর্তা দাবি করেছেন, কিশোরীর যাওয়ার পথে একটি টোল বুধ পড়েছিল সেখানে টোলের কর্মীরা তাকে টাকা এবং পয়সা দিয়ে সাহায্য করেছেন। এছাড়াও কমপক্ষে ৭-৮ জন কিশোরীকে সাহায্য করেছেন।
যে সিসিটিভি ঘিরে শোরগোল পড়েছে সেই ফুটেজ অন্য কথা বলছে এমন কথা বলায় ওই পুলিশকর্তা জানান, যে পথ ধরে কিশোরী হেঁটে গেছে সেই পথে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে কিন্তু যে সময়ে কিশোরীকে টাকা দেওয়া হয়েছে সেই সময়ের কোন ফুটেজ এখনো পাওয়া যায়নি।। হয়তো কিশোরীর এই পরিস্থিতি দেখে অনেকেই ভয় এগোতে পারেনি কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন অনেকেই।