Nadia News: বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক বাইক আরোহীর, তীব্র চাঞ্চল্য এলাকায়

Newsbazar24:বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য, পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে। জানা যায় মৃত ব্যক্তির নাম খোকন সরকার, বাড়ি গোবিন্দপুর এলাকায় দড়ি বটতলার বিবাদি নগরে। জানা যায় মঙ্গলবার দুপুরে ওই ১২ নম্বর জাতীয় সড়ক ধরে বাইক চালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি, আর সামনের দিক দিয়ে আসছিল কেন্দ্রীয় বাহিনী বোঝায় একটি বাস। যদিও কৃষ্ণনগরের দিক থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি, আর সেখানেই ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে রাস্তা পার হতে গিয়ে বাইকটি সহ ওই ব্যক্তি বাসের তলায় ঢুকে যায়, আর সাথে সাথেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় সাথে সাথেই বাস চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেতেই ঘটনাস্থল ছুটে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী, যদিও বাস থেকে নেমে পড়ে কেন্দ্র বাহিনীর জাওয়ানরা। এরপর নিয়মিত ট্রাফিক পরিষেবা না থাকায় এবং এর আগের একাধিক বার ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অকারণে বেশ কয়েকটি জায়গায়, বোল্ডার দেওয়া রয়েছে, আর তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যদিও বেশ খানিকটা সময় যাওয়ার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে যান চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটলেও তাও আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। তবে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। সূত্রে খবর বাসটি নির্বাচনের কারণে ভাড়া নেওয়া হয়েছিল, আর সেই বাসে করেই কেন্দ্রীয় বাহিনীর একটি দল ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল।