Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

N. 24 pargana news;গুলি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংএর

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

নিজস্ব প্রতিনিধি, Newsbazar 24- ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত সোনার দোকানের মালিকের ছেলে। ঘনবসতিপূর্ন ব্যারাকপুর আনন্দপুরী এলাকায় দুষ্কৃতী তান্ডবে হতচকিত স্থানীয় ব্যবসায়ীরা। গুলির ঘটনার পর থেকেই ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন আনন্দপুরীর ব্যবসায়ী মহল। বৃহস্পতিবার বেলায় নিহতের বাড়িতে দেখা করতে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেনদ্ধ। সাংসদের দাবি, ডাকাতির নাম করে আসলেও দুষ্কৃতীদের পরিকল্পনা ছিল খুন করার। ঘটনার পিছনে অন্য রহস্য আছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। সাংসদ আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে তিনি কথা বলে জেনেছেন, বাড়িওয়ালার সঙ্গে তাদের ঝামেলা চলছিল।ভাড়ায় চলা দোকান ছেড়ে দেওয়ার জন্য মালিক চাপ দিত। সাংসদের আক্ষেপ, অপরাধীরা অবাধে বিচরণ করছে। আর তারা কিছুই করতে পারছেন না।
জানা যাচ্ছে, ২০০১ সালে ঘোষ পরিবার থেকে ৩০০ টাকার বিনিময়ে চুক্তিভিত্তিতে সিংহ জুয়েলারি হাউজ় করার জন্য দোকান ভাড়া নিয়েছিলেন নীলরতন সিংহ। এরপর ভাড়া বেড়ে হয় ৫০০ টাকা। ভাড়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়। দু’বছর আগে সেই বিবাদ গড়ায় আদালত পর্যন্তও। তৈরি হয় আইনি জটিলতা। এখনও পর্যন্ত এই দোকান নিয়ে আইনি লড়াই চলছে। তবে বারাকপুরের সংসদ অর্জুন সিং জানান, তাঁর কাছেও বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করতেন ব্যবসায়ী নীলরতন। সাংসদ জানান, নীলরতন তাঁকে বলতেন, বাড়িমালিক তাঁকে মাঝে মধ্যেই উঠে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। আগে বিভিন্ন রকম হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এই বিষয়টি সাংসদকে দেখার জন্য অনুরোধও করেন নীলরতন। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন বর্তমান বাড়ির মালিক।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News