Newsbazar 24:মুর্শিদাবাদের লালবাগ মহকুমা ফৌজদারি আদালতের বার এসোসিয়েশনের নির্বাচনে পরাজিত হল তৃণমূল।মঙ্গলবার ছিল লালবাগ মহকুমা ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন।এদিন ২৫৪ জন ভোটদাতা আইনজীবীর মধ্যে ২১৬ জন ভোটদানে অংশগ্রহণ করেন।
নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৪১ ভোটে পরাজিত হয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থীদের কাছে।
বাম কংগ্রেস জোট প্রার্থী সম্পাদক পদে মহাম্মদ দেলোয়ার হোসেন ১২৪ ভোট পান। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের প্রার্থী মহাম্মদ মনিরুজ্জামানের প্রাপ্ত ভোট ৮৪ ।
পাশাপাশি এসোসিয়েশনের সভাপতি পদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশারফ হোসেনের প্রাপ্ত ভোট ৮৪, সেখানে বাম-কংগ্রেস জোট সমর্থিত সভাপতি সাইদুরজামান সরকার ইলিয়াস এর প্রাপ্ত ভোট ১২৫ ।
এদিন ৪১ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারিয়ে এসোসিয়েশনের দায়িত্বে আসীন হবেন বাম কংগ্রেস জোট প্রার্থীরা।