Newsbazar 24:সামনেই পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার দু’মাস আগে বিশেষ দুটি কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। জন সংযোগ তো বটেই, আসলে এই আবহে এই দুটি কর্মসূচি তৃণমূলের ‘কর্মযজ্ঞ’ বলেই ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুটি নতুন কর্মসূচি- ‘দিদির সুরক্ষা কবচ’ও ‘দিদির দূত’।রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের কাছে রাজ্য সরকারের ১৫টি প্রকল্পের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। আর দিদির সাড়ে তিন লক্ষ ‘দূত’ পৌঁছে সেই সুবিধা মানুষ পাচ্ছেন কিনা নিশ্চিত করবেন।তারই বাস্তবিক রুপ দিতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে লক্ষ্য করা গেল জনপ্রতিনিধিদের কে। আজ এম. জে ব্লকের অন্তর্গত মুকুন্দবাগ অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচীতে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস,এম.জে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম আকবরী এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি, প্রধান ও শাখা সংগঠনের নেতৃত্ব প্রমুখ।